আমাদের সিলেট ডটকম: দক্ষিণ সুরমার পারাইরচকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত অবস্থায় তাকে স্থানীয় জনতা উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সানাউর রহমান (৪৫) গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের বাসিন্দা শফিকুর রহমানের ছেলে। তিনি প্রায় ২বছর পূর্বে ফ্রান্স থেকে দেশে এসেছেন বলে পুলিশ জানায়। আজ সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানাউর রহমান নামের ওই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে বাস চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাস এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট গামী যাত্রীবাহী বাস নং (সিলেট-ব-৬৫৩৯) এবং অপরদিক থেকে আসা মোটরসাইকেল নং (সিলেট-ল-১১-১৮১২) চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সানাউর গুরুতর আহত হন।
মোগলাবাজার থানার ওসি জানান, দুর্ঘটনার পর থেকেই বাস চালক পালিয়ে গেছে। তকে তাকে গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে পুলিশ গাড়ি ও মোটর সাইকেল জব্দ করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দক্ষিণ সুরমায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: মোটরসাইকেল আরোহী নিহত
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment