আমাদের সিলেট ডটকম:
সিলেটের খাদিমপাড়ার উত্তর মোকামেরগুলে শ্বশুর বাড়িতে জামাই আব্দুল আজিজ ওরফে অজির উদ্দিন বিষপানে আত্মহত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার নিহত রাজমিস্ত্রী আব্দুল আজিজের পিতা আব্দুল জলিল বাদি হয়ে ছেলের স্ত্রীসহ ৪ জনের নাম উল্লেখ করে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নং- ৯ (১৪-০৫-১৪)। মামলার আসামীরা হচ্ছে- শাহপরান থানার পীরেরবাজার চৌধুরীপাড়ার আশরাফ আলী (৩৬), একই থানার পূর্ব ভাটপাড়ার নিহত আব্দুল আজিজের স্ত্রী সুহেনা বেগম (২২-সাথে ১১ মাসের পুত্র সন্তান), উত্তর মোকামেরগুল পীরেরবাজারের আমিন আলীর পুত্র তেরাই (৩০) ও তার পিতা আমিন আলী (৭০)। পুলিশ মামলা দায়েরের পর পর পীরেরবাজার এলাকায় অভিযান চালিয়ে নিহত আব্দুল আজিজের স্ত্রী সুহেনা বেগম ও সন্দেহজনক আয়েশা বেগম (৩৫)কে গ্রেফতার করেছে। গতকাল পুলিশ গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২ বছর পুর্বে রাজমিস্ত্রি আব্দুল আজিজ ওরফে আজির উদ্দিন সুহেনা বেগমকে বিয়ে করে সুখে শানি-তে সংসার চলে আসছিল। গত বছরের মার্চে তাদের সংসারে একটি পুত্র সন্ত্রানের জন্ম হয়। একদিন আব্দুল আজিজ স্ত্রী সুহেনার অনৈতিক সম্পর্ক দেখতে পেয়ে তিনি এর প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া-বিবাদ চলে আসলে সালিশ বৈঠকও হয়। ঘটনার ১ মাস পুর্বে সুহেনা তার পিতার অস’্যতার খবর পেয়ে তার বাবার বাড়িতে যান। গত সোমবার সন্ধ্যা ৭ টার দিকে স্ত্রীকে আনতে শ্বশুর বাড়ি উত্তর মোকামেরগুলে যান। পরদিন মঙ্গলবার বিকেল ৩ টার দিকে আব্দুল আজিজ বিষপান করেন বলে হাসপাতাল কতৃপক্ষকে জানান শ্বশুর বাড়ির লোকজন। পরে আব্দুল আজিজের পরিবারের লোকজন ওসমানী হাসপাতালে গেলে তাকে অচেতন অবস’ায় পান। এ সময় সুহেনার পিতার বাড়ির লোকজন তাদের দেখে পালিয়ে য়ায়। পরে তারা আব্দুল আজিজকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল আজিজ ওরফে আজির উদ্দিন শাহপরান থানার পূর্ব ভাটপাড়ার আব্দুল জলিলের পুত্র।
সিলেটে শ্বশুর বাড়িতে জামাইয়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের স্ত্রীসহ দুই মহিলা গ্রেফতার
Wednesday, May 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment