আমাদের সিলেট ডটকম:
‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে বিশ্বনাথে বিএনপির উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদিক্ষণ শেষে স’ানীয় ডাক বাংলার সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক বশির আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্বাস আলী চেয়ারম্যান, মোনায়েম খান, কলমদর আলী, আলতাবুর রহমান, জামাল আহমদ, মাছুম আহমদ মার্বফ, আরব খান, আবদুল জলিল, মনির হোসেন, এটি এম নুরউদ্দিন, শামিম আহমদ, মতছির আলী, আসাদুজ্জামান নুর আসাদ, আনিসুজ্জামান খান, আলাউদ্দিন, যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, শামিমুর রহমান রাসেল, নানু মিয়া, নুর্বল আহমদ, মুসলিম আলী, নজির আহমদ, জাকারিয়া সিকদার, গবিন্দ মালাকার, আবদুল লতিফ, তাজুল ইসলাম, সোহাগ আহমদ চন্দন, সেচ্ছাসেবকদলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, যুগ্ম-আহবায়ক ইউসুফ খান আখতার, শাহিন তালুকদার, লিমন তালুকদার, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন, বর্তমান কমিটির যুগ্ম-আহবায়ক আমির আলী, আলাল আহমদ, শেখ ফরিদ, রাজু আহমদ, শামছুদ্দিন, তারেক আহমদ খজির, আমিরউদ্দিন, খালেদ আহমদ, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোতাহির আলী, প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় আসে,তখন দেশে গুম-খুন বেড়ে যায়। দীর্ঘ ২৫ মাস ফিরিয়ে গেলেও আজো সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলীকে সরকার ফিরিয়ে দিতে ব্যর্থ হয়েছে। তাই এই ব্যর্থ সরকারকে অভিলম্ভে পদত্যাগ করে নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান নেতারা।
বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে বিএনপির মিছিল-সমাবেশ
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment