আমাদের সিলেট ডটকম: প্রবাসী বিএনপি নেতা নিখোঁজ মুজিবুর রহমান মুজিব ও তাঁর গাড়ি চালক রেজাউল হক সুহেল এখনো জীবিত আছেন এবং তারা বাংলাদেশেই আছেন। দুই-তিন দিনের মধ্যেই সন্ধান পাওয়া যেতে পারে বলে জানান সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ।তিনি আরো জানান, দায়িত্বশীল দেশী-বিদেশী অনেক আইন প্রয়োগকারী সংস্থাই মুজিবকে খুঁজে বের করার জন্য চেষ্টায় চলিয়ে যাচ্ছে। মুজিবুর রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে পুলিশ সুপার মুজিবের পরিবারকে জানান মুজিবুর রহমান জীবিত আছেন, ২-৩ দিনের মধ্যেই তাঁর সন্ধান পাওয়া যাবে।এই আশ্বাসে মুজিবের জন্য অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবার ও আত্মীয়স্বজন।
এদিকে,নিখোঁজ মুজিবুর রহমান মুজিব ও তাঁর গাড়ি চালক রেজাউল হক সোহেল নিখোঁজের ঘটনায় মামলায় গত শনিবার সুনামগঞ্জ শহরের পুরাতন বাস-স্টেশন থেকে আটককৃত তিনজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল সোমবার পুলিশ আটক ওই তিনজনকে আদালতে হাজির ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড না মঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। একজন এএসপি ও ৫ জন ইন্সপেক্টরের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় সিলেটের ৬ থানায় বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের একজন কর্মকর্তা।
বিএনপি নেতা মুজিব এখনও জীবিত আছেন,দু’একদিনের মধ্যেই তার সন্ধান!
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment