আমাদের সিলেট ডটকম:
কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের ধলাই সেতুর বিভিন্ন ফাটল স্থান পরিদর্শন করেছেন ৪ সদস্যের প্রকৌশলী টিম।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিন তারা সেতুটি পরিদর্শন করেন। ঢাকা থেকে আসা ব্রীজ ডিজাইন ইউনিট এর নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম ও উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফার সাথে সিলেট জোনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নুরুল মজিদ এবং উপ-বিভাগীয় প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তারা ফাটল ধরা ব্রীজের কারিগরি দিকসমূহ খতিয়ে দেখেন।
পরিদর্শন শেষে তারা জানান, মিডিয়ায় খবর দেখে আমরা সেতুটির কারিগরি ত্রুটি-বিচ্যুতি দেখতে এসেছি। ব্রীজের ফাটল অংশ দেখে তারা বলেন, এটা মেজর প্রবলেম না। ব্রীজের অবকাঠামো সম্পূর্ণ নিরাপদ। কেবল কয়েক জায়গায় ওয়্যারিং কোর্স নষ্ট হয়ে গেছে। সেতুর মধ্যভাগের একটি জায়গায় ৪/৫টি ওয়্যারিং কোর্স একেবারে বিকল হয়ে গেছে। এগুলো পুরোটা তুলে নতুন করে ওয়্যারিং করতে হবে। এছাড়া ব্রীজের উপরিভাগের কয়েকটি স্ল্যাবের সিলকোডও ভেঙ্গেছে। এগুলো মেরামতযোগ্য। তারা বলেন, খুব তাড়াতাড়ি আমরা এটা ঠিক করার ব্যবস্থা নিচ্ছি।
ভোলাগঞ্জের ধলাই সেতু পরিদর্শনে প্রকৌশলী টিম
Thursday, May 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment