কানাইঘাটে লোভাছড়া কোয়ারির দখল নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ১০ জন আহত ॥ জড়িত ছিল বিএনপি-জাপাও

Wednesday, May 14, 2014

কানাইঘাটে লোভাছড়া কোয়ারির দখল নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের


সংঘর্ষে ১০ জন আহত ॥ জড়িত ছিল বিএনপি-জাপাও


কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলাধীন লোভাছড়া কোয়ারির (পাথর খনি) দখল নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

এলাকাবাসী জানান, সিলেট জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ প্রায় একবছর ধরে লোভাছড়া কোয়ারি নিয়ন্ত্রণ করছেন। আদায় করছে রাজস্ব; কিন্তু উপজেলা আওয়ামী লীগের একটি অংশ তা মেনে নিতে পারছিল না।

এ পরিস্থিতিতে বুধবার ১৪ মে বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাট পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন আল মিজান আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীদের নিয়ে লোভাছড়া কোয়ারিতে গিয়ে রাজস্ব আদায়ের চেষ্টা করেন।

এ সময় মস্তাক পলাশের সমর্থকরা তাদের বাধা দিলে সংঘর্ষ বাঁধে। এতে আহতদের মধ্যে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তায়েফ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো জানা গেছে, পৌর মেয়রের সমর্থকরা ফিরে আসার সময় লোভাছড়া কোয়ারি থেকে বেশ কয়েকটি ইঞ্জিন নৌকা নিয়ে এসে উপজেলা সদরের কাছে আটকে রেখেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সমঝোতা বৈঠক চলছিল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License