আমাদের সিলেট ডটকম:
খাদিমপাড়ার উত্তর মোকামেরগুলে শ্বশুর বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন আব্দুল আজিজ নামের এক ব্যক্তি। তবে তার পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে দাবী করা হচ্ছে। আব্দুল আজিজ গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজ ভাটপাড়া শহরতলীর মেজরটিলা পূর্ব ভাটপাড়ার আবদুল জলিলের ছেলে।
শাহপরান থানার ওসি শাখাওয়াত হোসেন নিহত আব্দুল আজিজের বাবা আব্দুল জলিলের বরাত দিয়ে জানান, আব্দুল আজিজের স্ত্রী সোহানার সাথে তেমন বনিবনা হচ্ছিল না। ১৫/২০দিন আগে বাবার বাড়িতে গিয়ে সোহানা না আসায় আব্দুল আজিজ গত সোমবার তাকে আনতে শ্বশুর বাড়িতে যান।
মঙ্গলবার বিকেলে আব্দুল আজিজ বিষপান করেন বলে হাসপাতাল কতৃপক্ষকে জানান শ্বশুর বাড়ির লোকজন।
ওসি জানান, আব্দুল আজিজের পরিবারের পক্ষ থেকে দাবী করা হচ্ছে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান রাতেই দু পক্ষের লোকজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ওসি জানান আব্দুল আজিজের ১১ মাসের একটি ছেলে রয়েছে। এ ঘটনায় গত রাত পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে জানান।
খাদিমপাড়ায় শ্বশুর বাড়িতে জামাইয়ের বিষপান
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment