আমাদের সিলেট ডটকম:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, নারায়ণঞ্জ হত্যাকান্ডসহ সারাদেশে হত্যাকন্ডের সাথে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে।
রোববার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর গ্রামে মন্ত্রীর স্বজন, বৃটেন প্রবাসী ওয়াহিদুর রহমান পাকি মিয়ার অসুস্থ মাকে দেখতে এসে সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ হত্যাকান্ডের সাথে যাদের কর্তব্যে অবহেলা ও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, তাদের অনেককেই চাকরিচ্যুত করা হয়েছে। তিনি আরো বলেন, ন্যায় বিচারের স্বার্থে অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। জাতিকে আমি আশ্বস্থ করতে চাইÑএব্যাপরে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মাসুদ সিদ্দিকী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, বৃটেন প্রবাসী ওয়াহিদুর রহমান পাকি, আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমান চৌধুরী সাদ মিয়া প্রমুখ।
এর আগে মন্ত্রী হেলিকাপ্টারে শরীফপুর গ্রামের মাঠে নামেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাফুর রহমানসহ প্রশাসনের উচ্চ পদস্থকর্মকর্তারা। পরে বিকেল পৌনে ৩ টায় মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হন।
হত্যাকান্ডে সাথে জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে: দিরাইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment