আমাদের সিলেট ডটকম:
ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীট শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, জ্ঞানের রাজ্যে নিজস্ব মেধা যোগ্যতা ও মননকে কাজে লাগিয়ে জাতির সম্ভাবনাময় নতুন প্রজন্মকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। প্রত্যেক মা বাবা ও শিক্ষকরা চান তাদের স্বপ্ন পূরনে সন্তানরা যেন চূড়ান্ত লক্ষ্য অর্জন করে তাদের মুখ উজ্জল করে। আর এই সফলতাই পরম আনন্দের। পরম পাওয়া। আর এই অর্জনের লক্ষ্য হওয়া উচিত একমাত্র আলাহর সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই।
বুধবার নগরীর সিটি সেন্টারস্থ স্পাইসি রেষ্টুরেন্টে শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার দাখিল ০৮ এবং আলিম ১০ সেশনের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার এর সভাপতিত্বে অনাড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যয়নরত সহপাঠিরা মিলিত হয়। ছাত্রজীবনের সফলতার সিঁড়ি বেয়ে উঠা মেধাবীদের মিলন মেলায় উপস্থিত হয়ে জামেয়ার শিক্ষকরাও আনন্দিত উদ্বেলিত। তারা বললেন, সুন্দর মন, চেতনা ও হৃদয় থাকলেই এমন সুন্দর আয়োজন করা যায়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপাধ্যক্ষ ফয়জুল্লাহ বাহার বলেন, জামেয়ার শিক্ষার্থীরা একটা ব্রান্ড হয়ে সমাজে নিজেদের উপস্থাপন করবে সেটা আমরা লালন করি। প্রাণের আজকে মেলায় যে প্রবণতা শুরু হয়েছে সেটি যেন চলমান থাকে সেজন্য তিনি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। মোঃ সাইফুলাহ মনসুর এর কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়ার আরবী প্রভাষক মাওলানা কমর উদ্দিন, বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুল মুতালেব ইবনে কাবেদ, আজিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মোঃ খলিলুর রহমান, আবু বকর সিদ্দিক, নূরে আলম, আল আমিন, সাইফুল্লাহ মানছুর ও ইমাদ উদ্দিন। মোঃ জুবেদ আহমদ ও আব্দুল জলিল এর উপস্থাপনায় পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা ও তত্ত¡াবধান করেন আবু জাবের, হাফিজ হুসাইন, আব্দুল জলিল, রুকনুজ্জামান ও দিদারুল ইসলাম। ইসলামী সঙ্গীত পরিবেশন করে মুজতাবা তামীম আল মাহদি।
শাহজালাল জামেয়ার পুনর্মিলনী অনুষ্ঠান: জ্ঞানের রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনই জীবনের পরম পাওয়া -মাওলানা লুৎফুর রহমান হুমায়দী
Thursday, May 15, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment