আমাদের সিলেট ডটকম:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রামপুর এলাকায় খিরনী ছড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫টি কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ফেরা হয়। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
কমলগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আসাদ উলৱা জানান, বর্তমানে বন্যার পানি আসায় সুবিধা ভোগীরা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার শুর্ব করেছে। তিনি বলেন, কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ জালে মাছ থেকে শুর্ব করে জলজ জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। ফলে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রামপুর এলাকায় খিরনী ছড়া থেকে স’াপনকৃত ১৫টি কারেন্ট জাল উদ্ধার করে পুুড়িয়ে ফেলা হয়। এসব জালের কোন মালিক পাওয়া যায়নি। তিনি বলেন, আসলে কারেন্ট জালের কোন মালিক না পাওয়ায় জেল, জরিমানা করা যাচ্ছে না। এছাড়া মোটরযান অধ্যাদেশে ৪টি মোটর সাইকেল মালিকের ১৭ শ টাকা জরিমানা করা হয়।
কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ
Monday, May 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment