সিলেটের কাজিরবাজার সেতু পরিদর্শনে যোগাযোগমন্ত্রী: ভারতে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে না

Thursday, May 15, 2014

আমাদের সিলেট ডটকম:

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নির্বাচনে বিজেপি বা কংগ্রেস যে দলই বিজয়ী হয়ে ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হবে না। মন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে দ্বিপাক্ষিক। তাদের সাথে সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক থাকবে।

বৃহস্পতিবার সকালে সিলেটে সুরমা নদীর উপর নির্মাণাধীন কাজির বাজার সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী বিজয় দিবসে সুরমা নদীর উপর প্রত্যাশিত কাজির বাজার সেতুর উদ্বোধন করা হবে । বহুল প্রতিক্ষিত এই সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই সেতু জনগণের স্বপ্নের সেতু। এই সেতু এখন দৃশ্যমান। এখন কেবলমাত্র এ্যাপ্রোচ সড়কের কাজ কিছুটা বাকি রয়েছে। কিছু দিনের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বিগত চারদলীয় জোট সরকারের আমলে এই সেতুর কাজ শুর্ব হয়েছে উলেৱখ করে মন্ত্রী বলেন, তখন এই সেতুর কোন ডিজাইন ছিল না। পরবর্তীতে আমরা ক্ষমতায় এসে ডিজাইন করেছি। ৩৯১ মিটার দীর্ঘ ও ১৮ দশমিক ৯ মিটার প্রসে’র এ সেতুটি পরিদর্শন শেষে স’ানীয় এলাকাবাসীল সাথে কথা বলেন যোগাযোগমন্ত্রী।এ সময় এলাকার বাসিন্দারা কিছু সমস্যার কথা তুলে ধরলে তিনি বলেন, সেতুটির কাজ শেষ করতে হবে। পরবর্তীতে যদি কোন সমস্যা হয় তা হলে এ সমস্যার সমাধান করে দেবেন বলে আশ্বাস দেন তিনি। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License