আমাদের সিলেট ডটকম:
সিলেট শিক্ষা বোর্ডের এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশের হার এবং জিপিএ ৫ দুটোই বেড়েছে। এবারের পাশের হার সিলেট বোর্ডে ৮৯.২৩। যা গত বছরের চেয়েও বেশী।গত বছরের সিলেট বোর্ডের পাশের হার ছিল ৮৮.৯৬। সেই সাথে গত ৫ বছরে দখলে থাকা পাশের হারের দিক থেকে মেয়েদেরকে পেছনে ফেলে এগিয়ে গেছে ছেলেরা। এবছর সিলেট বোর্ডে ছেলেদের পাশের হার ৯০ দশমিক ৮০ ও মেয়েদের পাশের হার ৮৭ দশমিক ৯৭।
শনিবার সকালে সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। সিলেট বোর্ডের ৭শ’৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮হাজার ৮৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬০হাজার ৭শ’৫০জন। এদের মধ্যে ছেলে ২৭ হাজার ৩শ’৯৯ ও মেয়ে শিক্ষার্থী ৩৩হাজার ৩শ’৫১। জিপিএ-৫ পেয়েছে মোট ৩হাজার ৩শ’৪১জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ১হাজার ৭শ’৩২ ও মেয়ে ১হাজার ৬শ’৯জন।
সিলেট শিক্ষাবোর্ডে এবার ১ম স্থান অর্জন করেছে সিলেট ক্যাডেট কলেজ, ২য় স্থানে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ, ৩য় স্থানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৪র্থ স্থানে সিলেট সরকারী পাইলট স্কুল ও ৫ম স্থানে স্কলার্স হোম স্কুল রয়েছে।
সিলেট শিৰা বোর্ডে পাশের হার ও জিপিএ ৫ বেড়েছে, মেয়েদেরকে পেছনে ফেলে ছেলেরা এগিয়ে
Saturday, May 17, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment