আমাদের সিলেট ডটকম:
ঢাকা সিসেটে মহা-সড়ক পরিদর্শন শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মৌলভীবাজার জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় সড়ক ও জনপথের রেষ্ট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন অচিরেই ঢাকা- সিলেট-তামাবিল সড়ক চার লেনে উন্নিত করণের কাজ হাতে নেয়া হবে। তিনি সাংবাদিকদের র্যাব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন র্যাব বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করেছেন, আবার র্যাবকে বিলুপ্তির দাবী করছেন। তিনি র্যাব কে স্বাধীনতা পদক দিয়েছেন। র্যাবের সেই পদক তিনি কি তোলে নিতে পারবেন।মন্ত্রী অরো বলেন, র্যাব বেগম খালেদা জিয়ার সৃষ্টি। মাথা ব্যাথা হলে মাথা কেটে দেয়া যায় না। তাই তিনি বেগম জিয়ার প্রতি এসব অযুক্তিক বিলাফ না করার আহবান জানান। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে প্রক্রিয়া শুর্ব হয়েছে। তিনি বলেন,এই ঘটনায় সরকার উদাসীন ও নয়, নীরবও নয়। ঘটনার পুনরাবৃত্তি রোধে যা করা দরকার, সরকার সব উদ্যোগ নিচ্ছে। সিলেট ভোলাগঞ্জ সড়কের বেহাল দশার সংবাদ টেলিভিশনে দেখে তার জরুরী সকল কাজ ফেলে সেখানে যাচ্ছেন এবং সে রাস্তা কিভাবে সংস্কার করা যায় তিনি সরজমিনে দেখে ব্যবস্থা নিবেন। মন্ত্রীর সাথে ঢাকাস’ যোগাযোগ মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও এ সময় সড়ক ও জনপথের সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেকার কবির, জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ। মৌলভীবাজার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কমলেন্দু মজুমদার, মৌলভীবাজার সওজ এর নির্বাহী প্রকৌশলী উতপল শামন্ত, উপসি’ত ছিলেন।
মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে যোগাযোগমন্ত্রীর মতবিনিময়
Wednesday, May 14, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment