আমাদের সিলেট ডটকম:
জালালাবাদ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় তার অপর সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত বেলাল আহমদ (২৫) সে মৃত রমজান আলীর পুত্র। সে চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করে পুলিশ।বেলাল কুমারপাড়া একটি কলোনিতে বসবাস করে। সে পুলিশকে জানায় উত্তর বাগবাড়ির রাহেলা মঞ্জিলের মওদুদ আহমদ চৌধুরীর বাসা থেকে সে মোটর সাইকেলটি চুরি করেছে।পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে পাঠানটুলা পেট্রোল পাম্পের সামনে থেকে জালালাবাদ থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এসময় বেলালের সাথে থাকা এক সহযোগী মোটরসাইকেল থেকে নেমে পালিয়ে যায়। বেলালকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।জালালাবাদ থানার ওসি জানান, চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে চোরা সিন্ডিকেটের সাথে জড়িত কি-না সেটা তদন্ত করে দেখছে পুলিশ।
চোরাই মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় গ্রেফতার এক
Tuesday, May 13, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment