আমাদের সিলেট ডটকম:
দুই ভাইয়ের বিরোধ মিটাতে গিয়ে ওসমানীনগরের দয়ামীরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। তিনি ওসমানী নগর থানার দয়ামীর ইউনিয়নের চুনারপাড়া গ্রামের মৃত মোঃ মজিদ আলী (গেদাই) এর পুত্র। রবিবার সকাল ৮টায় চুনারপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, জানা যায় একই গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিন এর দুই ছেলে সৈয়দ নাসির উদ্দিন (মটু) ও মঞ্জুর এর মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। গত ২/৩ দিন আগে নিহত প্রবাসী আফরোজ আলী (৪৫) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তাদের বিরোধ নিষ্পত্তি করতে মিলিত হন।কিন্তু তাতে কোন লাভ হয়নি। এরই জের ধরে মঞ্জুর রবিবার সকাল ৮টার দিকে আফরোজ আলীকে বাড়ি থেকে ডেকে পার্শ্ববর্তী একটি জমিতে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
নিহতের ছেলে রায়হান জানায়, সকালে বাড়ির পাশে একটি জমিতে আফরোজ আলী কাজ শেষে বাড়িতে যাওয়া মাত্র মঞ্জুর তাকে ঘর থেকে ডেকে বের করে। এসময় আফরোজ আলীর স্ত্রী আনোয়ারা বেগম তার স্বামীকে ডেকে নেওয়ার কারণ জানতে চাইলে মঞ্জুর কিছু না বলে আনোয়ারাকে ঘরে পাঠিয়ে দিয়ে আফরোজ আলীকে নিয়ে যায় এবং নির্মম ভাবে হত্যা করে। হাসপাতালে নিহতের পাশে থাকা ঘটনার সাথে জড়িত খুনী মঞ্জুর এর আপন ভাই সৈয়দ নাসির উদ্দিন (মটু) জানান ঘটনার সময় আমি বাড়ির বাইরে ছিলাম তবে মঞ্জুর আমার ভাই হলেও সত্য বলতে সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে। তিনি হত্যাকান্ডে জড়িত মঞ্জুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান, পূর্ব-বিরোধের জের ধরে সকালে মঞ্জুরুল ইসলামের সাথে আফরোজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আফরোজ আলীর পেটে ও গলায় ছুরি দিয়ে আঘাত করে মঞ্জুরুল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আফরোজ আলী।
ওসি জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। তবে ঘাতক মঞ্জুরুল ইসলাম পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
দয়ামীরে বিরোধ মিটাতে গিয়ে খুন হলেন এক প্রবাসী
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment