আমাদের সিলেট ডটকম:
নবীগঞ্জে দীর্ঘ এক যুগ পর চার বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় কমিটি। গত ১৪ মে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ২০০২ সালে থানা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, যুগ্ম সম্পাদক আবদুল হান্নান এবং পৌর বিএনপির সভাপতি ও থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে ১৪ মে বিএনপির তৃণমূলে পরীক্ষিত চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ খবরে থানা বিএনপি ও সহযোগী সংগঠনে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
No comments:
Post a Comment