আমাদের সিলেট ডটকম:
সিলেট মেট্রোপলিটন পুলিশের শহরতলীর শাহপরাণ থানার এলাকায় দুর্বৃত্তদের হাতে টমটম চালক খুন হয়েছে। নিহত আব্দুল কাদির (২৭) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।আজ সকাল সাড়ে ১১টায় শাহপরান থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটেছে। সে নগরীর শাহী ঈদগাহ এলাকায় বসবাস করছে বলে পুলিশ জানায়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে টমটম ছিনতাই করার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করেছে।
শাহপরাণ থানা পুলিশ জানায়,নিহত কাদির পূর্বে নগরীর জিন্দাবাজাস্থ এলাকায় একটি জুয়েলার্সের দোকানে চাকুরি করত । সম্প্রতি সে চাকুরী বাদ দিয়ে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ব্যবহৃত টমটমের সন্ধানে পুলিশ কাজ করে যাচ্ছে।গতকাল দুপুর সাড়ে ১১টায় বাইপাস এরঅকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা তার লাশ থানায় গিয়ে সনাক্ত করেন।
শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, টমটম ও খুনিদেরকে সনাক্ত করার জন্য পুলিশ বিভিন্ন ক্লু পেয়ে কাজ করে যাচ্ছে। তার মাথায় এবং শরীরের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শহরতলীতে টমটম চালক খুন
Friday, May 16, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment