আমাদের সিলেট ডটকম:
সিলেটে ‘অপহৃত’ হওয়ার ১৫ মাস পর এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে নগরীর ছড়ার পাড় থেকে তাকে কোতোয়ালী থানা পুলিশ উদ্ধার করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে প্রেরণ করা হয়। উদ্ধার হওয়া কিশোরী র্বমা নারী দাস নগরীর চালিবন্দর সমতা আবাসিক এলাকার অনুরঞ্জন দাসের মেয়ে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ জানুয়ারি কিশোরী র্বমা রানী দাস নিখোঁজ হয়। একই এলাকা ছড়ারপারের বর্তমান বাসিন্দা ও কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নতুনশাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আবদুলৱাহ তাকে ফুসলিয়ে অপহরণ করে বলে অভিযোগ করে তার পরিবার। এরপর ওই কিশোরীর খোঁজ মিলেনি। ঘটনার পর কিশোরীর বাবা বাদি হয়ে থানায় জিডি করেন। পরবর্তীতে তিনি সেই জিডি তুলে নেন। বিষয়টি জানতে পেরে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সদস্য রাকেশ রায় বাদি হয়ে শুক্রবার কোতোয়ালী থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার পর রোববার রাতে কোতোয়ালী থানার এসআই বিকাশ চন্দ্র সরকার কিশোরী র্বমাকে নগরীর ছড়ারপার এলাকা থেকে উদ্ধার করে। গতকাল সোমবার তাকে আদালতে হাজির করলে আদালত নিরাপত্তা হেফাজতে প্রেরণ করেন।
সিলেটে ‘অপহৃত’ কিশোরী উদ্ধার
Monday, May 12, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment