আমাদের সিলেট ডটকম:
সিলেট শহরতলীতে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আত্মহননকারী গৃহবধূর নাম- রিমা বেগম (২২)। তিনি জালালাবাদ থানার মোঘলগাঁও এলাকার নয়াগাঁও গ্রামের কয়েছ মিয়ার স্ত্রী। গতকাল দুপুর ২ টার দিকে জালালাবাদ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে গৃহবধূর ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। গতকাল সন্ধ্যার দিকে পুলিশ নিহতের লাশ তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করেছে বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০ টার দিকে খাওয়া-দাওয়া শেষে রিমা বেগম তার শুয়ার ঘরে ঘুমাতে যান। গতকাল সকালে ঘুম থেকে জেগে উঠে প্রতিদিনের ন্যায় কাজকর্ম করেন। সকাল ১১ টার দিকে পরিবারের সকলের অজান্তে গৃহবধূ তার ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে জালালাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
লাশের সোরতহাল প্রস্তুতকারী জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, গত ৩ মাস পূর্বে রিমা বেগমের বিয়ে হয়। তবে তাদের পরিবার নিতান্তই গরীভ। গতকাল সকাল ১১ টা পর্যন্ত বাড়ীর লোকজন দেখতে পেরেছেন রিমা স্বাভাবিকভাবে ঘরের কাজকর্ম করছেন। খবর পেয়ে আমরা দুপুর ২ টার দিকে ফাঁস লাগানো রিমার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সময় তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে এটা আত্মহত্যা না অন্য কিছু। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে পরিবারের কেউ কিছু আমাদের কাছে বলতে পারেননি।
সিলেট শহরতলীতে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
Sunday, May 11, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment