আমাদের সিলেট ডটকম:
হেফাজতে ইসলাম হবিগঞ্জ জেলা শালার উদ্যোগে উমেদনগরে নির্বাহী পরিষদের একসভা অনুষ্ঠিত হয়। জেলা আমীর আলৱামা তাফাজ্জুল হক মুহাদ্দীছে হবিগঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা আব্দুলৱাহ আকিলপুরী, জেলা সেক্রেটারী মুফতি আব্দুল হক, মোঃ আনোয়ার আলী, মাওলানা মুখলিছুর রহমান, হাজি ফরিদ উলৱাহ, মাওলানা নোমান আহমদ, মাওলানা আব্দুল খালিক, মাওলানা আমিমুল এহসান মাছুম, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা আব্দুল কদ্দুছ নোমান, ডাঃ মাওলানা বশির আহমদ, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, মাওলানা রফিকুল ইলাম, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা রুহুল আমীন, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মজিবুর রহমান, মাওলানা মামুনুর রশিদ, হাফেজ মাসউদুর রহমান বিলাল, শেয়খ আব্দুল হক প্রমুখ।
বক্তাগন বলেন হেফাজতে ইসলামের ১৩ দফাবাস্ত বায়নে সর্বস্তরের তৌহিদী জনতাকে সর্বোচ্ছ ত্যাগ স্বীকার করতে হবে। আলেম উলামাদেরকে আরো পরিশ্রম করতে হবে। সরকারকে এব্যাপারে বাধ্যকরতে হবে। নেতৃবৃন্দ হেফাজতের গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবী করেন, অন্যথায় এজন্য সরকারকে চরম খেসারত দিতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় হেফাজত সম্পর্কে বিভ্রান্তী মূলক লেখালেখীর তীব্রনিন্দা জ্ঞাপন করেন এবং কোনো প্রকার
বিভ্রান্তীতে কান না দেওয়ার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানান। হেফাজতে কার্যক্রম আছে এবং ভবিষ্যতে এর কার্যক্রম আরো জোড়ালোভাবে চলবে বলে নেতৃবৃন্দ দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
হবিগঞ্জে হেফাজতে ইসলামের বৈঠক অনুষ্ঠিত
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment