আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সমর্থকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নাসির হোসাইন বাদি হয়ে গ্রেফতারকৃত ১০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ২৫০/৩০০ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন। নং- ৬ (০৩-০৬-১৪)।
গ্রেফতারকৃত ও জেলে প্রেরণকৃত আসামীরা হচ্ছে- নগরীর বাদাম বাগিচার ১৭/১ নং বাসার মৃত হাজী আব্দুস ছমাদের পুত্র আব্দুস সালাম (৫৫), সুনামগঞ্জের দিরাই থানার দিরাইদল গ্রামের মোঃ ফারুক মিয়ার পুত্র বর্তমানে বাদাম বাগিচা রাজা মিয়ার ৬৩/১ নং বাসার বাসিন্দা হাসান আহমদ দেলোয়ার (২৪), একই এলাকার বাসিন্দা মৃত কাজী মাহবুবুল হকের পুত্র ওয়াহিদুজ্জামান ওয়াহিদ (৩২), হবিগঞ্জের মাধবপুর থানার নোয়াগাও গ্রামের মৃত আনছব আলীর পুত্র বর্তমানে নগরীর ফাজিল চিসত শুভেচ্ছা ১০৪ নং বাসার বাসিন্দা মোঃ তারাব আলী লিটন ওরফে লেংড়া লিটন (৩৪), দিরাই উপজেলার মধুরাপুর গ্রামের আব্দুর জহুরের পুত্র বর্তমানে বাদাম বাগিচা উদয়ন ৩৫ নং বাসার বাসিন্দা শহীদ আহমদ (২৬), একই এলাকার ৮/১ নং বাসার বাসিন্দা আব্দুস সালামের পুত্র সাহেদ আহমদ (২৮), নগরীর চৌকিদেখী রংধনু ১৬৩ নং বাসার তমাল কানি- নাগের পুত্র তম্ময় নাগ তনু (৩২), গোয়াইনঘাট চাফলিপুর গ্রামের মোঃ ছয়ফ উল্লার পুত্র বর্তমানে উত্তর বালুচর রাশেদা ভিলা ৬৯ নং বাসার বাসিন্দা তরিকুল ইসলাম (২৬), জৈন-াপুর থানার চিকনাগুল এলাকার মৃত সিরাজ মোল্লার পুত্র বর্তমানে নগরীর মজুমদারপাড়া সোনালী ১০৮ নং বাসার বাসিন্দা আবু আম্বিয়া (২৮) ও কানাঘাট থানার বাদেখেল গ্রামের মৃত রফিক আলীর পুত্র বর্তমানে নগরীর সোনারপাড়া ৫৯/১ নং বাসার বাসিন্দা মোঃ সোয়েব আহমদ (২৫)।
বুধবার দুপুরে পুলিশ উল্লেখিত আসামীদের আদালতে হাজির করে। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এসএমপি মিডিয়া উইং প্রধান রহমত উল্লাহ জানান, মেট্রোপলিটন আইন অমান্য করে নগরীতে মিছিল-সমাবেশ ও রাস-ায় র্যারিকেড দেওয়ার সময় পুলিশ চৌকিদেখি থেকে গত মঙ্গলবার তাদের ১২জনকে আটক করে। এর মধ্যে ফরহাদ চৌধুরীর বড় ভাই সোয়েব চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের জিম্মায় এবং ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জিম্মায় তারা ছাড়া পান।
উল্লেখ্য,ফরহাদ চৌধুরী শামীমের বিরুদ্ধে সিএনজি অটোরিকশা চালক জালাল হত্যার মামলা দায়েরের প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার দুপুর আড়াইটায় চৌকিদেখি এলাকায় আটককৃতরা মিছিল-সমাবেশ ও রাস্তায় র্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এসময় তাদের বিরত রাখার চেষ্টা করা হলে তারা পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এরপর ঘটনাস’ল থেকে শামীম সমর্থকদের ১২ জনকে আটক করে পুলিশ। পরে পুলিশ দু’জনকে ছেড়ে দেয়।
সিলেটে কাউন্সিলর শামীম সমর্থকদের বির্বদ্ধে দ্রুত আইনে মামলা: আসামী ৩শ’ ১০ জন # গ্রেফতারকৃত ১০ জনকে কারাগারে প্রেরণ
Wednesday, June 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment