আমাদের সিলেট ডটকম: ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ৪৯ তম ব্যাচের ৪র্থ বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তাওহীদুল ইসলাম হত্যাকান্ডে জড়িতরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে জন্য তাদের ছবিসহ সতর্কবার্তা পাঠানো হয়েছে সিলেটের সব ইমিগ্রেশনে । সেইসঙ্গে আসামিদের গ্রেফতার করতে সকল থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মেডিকেল কলেজ ছাত্র নেতা তাওহীদের খুনীদের ঠিকানাসহ ছবি প্রত্যেক ইউনিটে পাঠানো হয়েছে। তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তবে এ ঘটনার পর পুলিশ তাদেরকে এখনও গ্রেফতার করতে পারেনি।
তাওহীদুল ইসলাম খুনের ঘটনায় কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাইসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২০ জনকে আসামি করে সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা আনোয়ার হোসেন।
স্বাস্থ্য মন্ত্রীর সিলেট সফরসূচি বাতিল-
ছাত্রদল কর্তৃক স্বাস্থ্যমন্ত্রীর সিলেট আগমণ প্রতিহত করার ঘোষণার প্রেৰিতে স্বাস্থ্যমন্ত্রীর আজকের সিলেট সফর কর্মসূচি বাতিল করা হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তওহীদুল ইসলাম খুনের ঘটনায় উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রীর সফরসূচী বাতিল করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেট সফরের কথা শনিবার। এরই মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে খুন হন ওসমানী মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে তিন দিনের কর্মসূচী দেয় ছাত্রদল।
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র জানান- তৌহিদ খুনের ঘটনার পরও দোষীদের গ্রেফতার ও বহিস্কার বা কোনো ধরণের সুরাহা না করে স্বাস্থ্য মন্ত্রী সিলেট সফরে আসছেন। আমরা তার সফরসূচী বাতিলের দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। এ কারণে মন্ত্রী সফর বাতিল করে দিয়েছেন। এছাড়াও পূর্ব ঘোষিত তিনদিনের কর্মসূচির শেষদিন রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম রুদ্র।
তিনি জানান নির্ধারিত সময়ের মধ্যে তাদের গ্রেফতার ও বহিস্কার করা না হলে লাগাতার কঠোর কর্মসূচি দেয়া হবে।
অন্যদিকে,সিলেট ছাত্রদল ও ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে।এ নিয়ে সিলেটে টান টান উত্তেজনা বিরাজ করছিলো।উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে আইন শৃংখলা বাহিনীর সংশিৱষ্ট সূত্রগুলো।
No comments:
Post a Comment