আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর দ্বার্বল হাদিস মহিলা টাইটেল মাদ্রাসার মসজিদে জুমআর নামাজ পড়ায় মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহকে বহিষ্কার করেছেন মাদ্রাসা কর্তৃপৰ।
স্থানীয় সূত্রে জানা যায় মাদ্রাসাটি ২০০১ সালে ফতেহপুর ইউনিয়নের পূর্ব তিন মৌজার বিভিন্ন শিৰানুরাগীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় স্থাপিত হয়। পর্যায় ক্রমে মাদ্রাসাটিকে মহিলাদের ইসলামী শিৰায় এগিয়ে নিতে টাইটেল ক্লাস পর্যন্ত চালু করা হয়। প্রয়োজন বোধে ২০১২ সালে মাদ্রাসায় একটি দ্বিতল ভবন নির্মাণ করে মসজিদ প্রতিষ্ঠা করা হয়। গত ৬ জুন শুক্রবার বিশেষ কারণ বশতঃ উক্ত মাদ্রাসার মসজিদে জু’মার নামাজ আদায় করেন মাদ্রাসার মুহতামিমসহ দেড় শতাধিক মুসল্লি। খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল করিমসহ কমিটির কয়েক সদস্য রাগান্নীত হয়ে তাৎৰনিক এক সভার মাধ্যমে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুলৱাহকে বহিষ্কারের নির্দেশ দেন। এ ব্যাপারে মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ বলেন, প্রয়োজন বোধে মাদ্রাসার মসজিদে নামাজ আদায় করেছি। কর্তৃপক্ষ বিষয়টি ভালভাবে না দেখে আমার উপর ক্ষোভ দেখাতে গিয়ে বহিষ্কারের মত কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যা আমার জন্য আপমানজনক। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল করিম বলেন, মাদ্রাসার মসজিদে নামাজ পড়াসহ একাধিক অভিযোগ মুহতামিমের উপর রয়েছে। মাদ্রাসার ব্যাপারে সিদ্ধান্তের ৰেত্রে এলাকাবাসীকে উপেৰা করে নিজের সিদান্তে অটল থাকায় আমরা তাৎৰনিক সভার মাধ্যমে মুহতামিমকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছি।
গোয়াইনঘাটে মাদ্রাসার মসজিদে জু’মার নামাজ পড়ায় মুহতামিমকে বহিষ্কার
Saturday, June 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment