আমাদের সিলেট ডটকম
বিশ্বনাথে এলজিআরডি মন্ত্রীর ভিত্তিপ্রস্থর স্থাপনের দেড় বছর পেরিয়ে গেলেও সম্পন্ন হয়নি ‘বিশ্বনাথ নতুন বাজার উন্নয়ন’র কাজ। আর এই প্রকল্পের কাজ বন্ধ রেখে চলছে প্রকল্পের জন্য চিহ্নিত ভূমি ইজারা (একসনা বন্দোবস্ত) প্রদানের পায়তারা।
এদিকে, বাসিয়া নদীর চর ইজারা বন্ধ ও দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়নের দাবিতে গতকাল শরিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক মানববন্ধন কর্মসূটি পালন করেছেন সর্বস্তরের ব্যবসায়ী ও এলাকাবাসি। অনুষ্ঠিত মানববন্ধনে সরাসরি সিলেটের জেলা প্রশাসকের কাছে অভিযোগগুলো তুলে ধরেন উপসি’ত ব্যবসায়ী নেতৃবৃন্দ।
জানা গেছে, প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ২০১২ সালের ২৯ নভেম্বর ‘বিশ্বনাথ বাজার উন্নয়ন’ প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বর্তমানে একটি কুচক্রী মহল মন্ত্রীর ভিত্তিপ্রস’রকৃত সেই উন্নয়ন কাজ বন্ধ রেখে মোটা অংঙ্কের বখরা নিয়ে সেই ভূমি ইজারা প্রদানের পায়তারা চলছে বলে অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। এই ইজারা গ্রহনের তালিকায় স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সুবিধাভোগী প্রভাবশালী ব্যক্তিরা জড়িত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আর ভূমি ইজারা প্রদানের পায়তারা করার কারণে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছেন স্থানীয় জনতা। ফলে দিন দিন বিষয়টি ঝটিল হয়ে উঠার কারণে এখানে ত্রি-পক্ষিয় সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকেই। এছাড়া উন্নয়ন কাজের পরিবর্তে সেই ভূমি ইজারা প্রদান করা হলে অনিশ্চিত হয়ে পড়বে বাজারের প্রায় প্রায় দু’শতাধিক সবজি ব্যবসায়ীর ভবিষ্যৎ।
সূত্রে জানা যায়, উপজেলার মশুলা মৌজার জেএলনং ৮৪, স্থিত খতিয়ান নং ১’র ৬৩০৪, ৬৩০৭, ৬৩৪৪ দাগের ০.০৮ ভূমির উপর স্থাপিত ‘বিশ্বনাথ নতুন বাজার’র উন্নয়নের বিগত সময় থেকে বিভিন্ন সরকারি বরাদ্ধও প্রদান করা হয়েছে। এরি ধারাবাকিতায় ২০০৩-০৪ অর্থ বছরে তৎকালীন সাংসদ ইলিয়াস আলীও ‘গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর)’ প্রকল্পের আওতায় ২টন গম বরাদ্ধ প্রদান করে ছিলেন।
সবজি বাজারের ব্যবসায়ী সূত্রে জানাগেছে, বাজারের অত্র ভূমির মালিকানা নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে সবজি বাজার সমিতির সভাপতি আইয়ুব আলী বাদীকৃত স্বত্ব আপীল মামলা নং ৯১/২০০৪ইং ও একই সমিতির সদস্য ফরিদ আলী বাদীকৃত বাদীকৃত স্বত্ব আপীল মামলা নং ১৭০/২০০৪ইং। অন্য একটি মামলায় মহামান্য হাইকোর্টে আপীল চলছে। যার নং ৪১৫৬/২০০৭ইং। এত কিছুর পরও ‘বিশ্বনাথ উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়’র কর্মকর্তা-কর্মচারীদের সাথে আতাত করে মোটা অঙ্কের টাকা ঘুষ-বাণিজ্যের মাধ্যমে বিশ্বনাথের একটি ভূমিখেকো চক্র সবজি ব্যবসায়ীদের ওই ভূমি ইজারা নেওয়ার পায়তারা করছে।
বিশ্বনাথ সবজি বাজার সমিতির সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, প্রায় দু’শতাধিক ব্যক্তি এখানে সবজি বিক্রি করে নিজেদের পরিবারের ভরণ-পোষণ চালাচ্ছেন। কিছু সুবিধাভোগী ভূমিখেকো মানুষকে সুবিধা প্রদান করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মোটা অঙ্কের ঘুষ গ্রহনের মাধ্যমে ‘মন্ত্রী’র ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত উন্নয়ন কাজ বন্ধ রেখে সেই ভূমি ইজারা দেওয়ার পায়তারা করছেন। ‘স্থানীয় ও জেলা প্রশাসন’র কাছে আমাদের প্রশ্ন উনাদের কাছে এতজন ব্যবসায়ীর ভবিষ্যৎ বড় নাকি ১০/১৫ লাখ টাকা ঘুষ গ্রহন করা বড়।
বাজার উন্নয়ন কাজের তদারকি কর্মকর্তা ও উপ-সহকারি প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, উন্নয়ন কাজের জন্য চিহ্নিত জায়গায় অবৈধ স্থাপনা থাকায় উন্নয়ন কাজ সম্পন্ন করা হচ্ছেনা। এজন্য উচ্ছেদ মামলা করা হয়েছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ হলেই সাথে সাথে উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে।
এব্যাপারে দখলদার আবদুল আজিজ, জয়নাল আবেদীন, শামীম আহমদ বলেন, সরকারি উন্নয়নের জন্য আমরা যেকোন সময় দখলকৃত ভূমি ছেড়ে দিতে প্রস্তত আছি। বিষয়টি লিখিতভাবেও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা বলেন, তোতা বাজার ব্যাতিত এবং প্যারিপ্যারিভূক্ত ভূমি একশনা (এক বছর) ইজারা প্রদানের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জেলায় প্রেরণ করা হয়েছে। সবজি বাজার এলাকার কোন ভূমি ইজাহারা প্রদান করা হবে না।
সহকারি জেলা প্রশাসক (রেভিনিং) মাহমুদুল হাসান বলেন,স্থানীয় প্রশাসনের সাথে আলাপ-আলোচনা করে এব্যাপারে ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, ব্যবসায়ী ও এলাকাবাসি উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূটি চলাকালে সেখানে উপস্থিত থাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র নিকটও সরাসরি ‘ইজারা বন্ধ ও দ্রুত উন্নয়ন কাজ বাস্তবায়ন’র দাবি করেন ব্যবসায়ী ও এলাকাবাসি। বিশ্বনাথ নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য নূর্বল হক, ব্যবসায়ী মাহবুবুর রহমান লিলু, হাজী আমির আলী, তোতা মিয়া, জহির আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীমুর রহমান রাসেল, উপজেলা যুবলীগ নেতা শামীমুর রহমান, আবদুল আজিজ সুমন প্রমুখ।
বিশ্বনাথে এলজিআরডি মন্ত্রীর ভিত্তিপ্রস্থর স্থাপনকৃত উন্নয়ন কাজ বন্ধ সেই ভূমি ইজারা প্রদানের পায়তারা ॥ প্রতিবাদে মানববন্ধন
Saturday, June 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment