পাওনাদারদের রোষানলে পড়ার ভয়ে আত্মগোপন করেছিলেন
সিলেটের 'নিখোঁজ' ব্যবসায়ী জাকির হোসেন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক : সিলেটের 'নিখোঁজ' ব্যবসায়ী জাকির হোসেন চৌধুরী (টিপু) প্রকৃতপক্ষে পাওনা পরিশোধে ব্যর্থতার কারণে পাওনাদারদের রোষানলে পড়ার ভয়ে আত্মগোপন করেছিলেন।
সোমবার ২ জুন দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনার মিজানুর রহমান এসএমপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উদ্ধার হওয়া জাকির হোসেন চৌধুরীও উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার জানান, মহানগরীর রিকাবীবাজার এলাকার রাজপ্লাজার স্টার ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মৌলভীবাজারের রাজনগর উপজেলার পানিসাইল গ্রামের জাকির হাসেন চৌধুরী তার তিনজন পুরনো ব্যবসায়িক অংশীদারের পাওনা পরিশোধ করতে না পেয়ে ২০ মে আত্মগোপন করেন। তার আশংকা ছিল, তিনি পাওনাদারদের রোষানলে পড়তে পারেন।
জাকির হাসেন চৌধুরী সিলেট থেকে প্রথমে যান ঢাকা। এরপর চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর ঘুরে আবার ঢাকায় ফেরার পথে রবিবার দুপুরে ঢাকার গাবতলিতে এসএমপির অনুরোধে দারুস সালাম থানার পুলিশ তাকে আটক করে। পরে তাকে সিলেট নিয়ে আসা হয়।
No comments:
Post a Comment