আমাদের সিলেট ডটকম:
বিয়ানীবাজারে সদ্য এসএসসি উত্তীর্ণ দুই বোনের গণর্ধষনের প্রতিবাদে ও গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে বুধবার দুপুর ১২টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চারখাই কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা একটি জাতির কলঙ্ক। ধর্ষণকারী এসব নরপশুদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে এবং আইনের মাধ্যমে এদের সর্বোচ্চ শাসি- ফাঁসি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম লিমা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মজির উদ্দিন আনসার, পিএইচজি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাসিব, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, পূর্বমুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ আহমদ, দুবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আব্দুল মুহিত চৌধুরী ও সদস্য ইকবাল হোসেন শিকদার, কয়সর রেজা তাপাদার, অলিউর রহমান, স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক আবদুদ দাইয়ান, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল হক ভুইয়া, সিনিয়র শিক্ষক মিনহাজুল ইসলাম চৌধুরী, হাবিবুল্লাহ, বেলাল আহমদ, মাওলানা আব্দুন নূর, স্বপ্না খাতুন, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, খালেদ আহমদ, বাবু নিরঞ্জন সরকার করণিক, স্বপণ চক্রবর্তী। মানববন্ধনে চারখাই উচ্চ বিদ্যালয়, কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ও রহমতাবাদ দারুস সুন্নাহ মাদ্রাসার দুই সহস্রাধিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ অংশ নেন।
বিয়ানীবাজারে গণধর্ষণেরকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
Thursday, June 5, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment