শ্রীমঙ্গলের নাহার পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে
মানববন্ধন ॥ সমতলের জন্যে পৃথক ভূমি কমিশন গঠনের দাবি
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নাহার পুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের উপর হামলা ও তাদের ভূমি জবরদখলের প্রতিবাদে বাংলাদেশ আদিবাসী ফোরাম, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ ও খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন হয়েছে।
শনিবার ৭ জুন সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন ছাড়াও অন্যান্য সম্প্রদায় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের নবানর্বাচিত জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, ডেপুটি কমান্ডার আক্রাম আলী, প্রেসক্লাব ফাউন্ডেশন, সিলেটের সভাপতি আল-আজাদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতির জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বাংলাদেশ আদিবাসী ফোরাম, সিলেট শাখার সভাপতি গৌরাঙ্গ পাত্র প্রমুখ।
মানববন্ধন থেকে অবিলম্বে নাহার খাসিয়া পুঞ্জিতে হামলার রাষ্ট্রীয় তদন্ত, হামলায় নেতৃত্বদানকারী নাহার চা বাগান ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি, ওই পুঞ্জির অধিবাসীদেরকে তাদের ভূমির প্রথাসিদ্ধ অধিকারের স্বীকৃতি প্রদান, সমতলের ক্ষুদৃ নৃ-গোষ্ঠীর জন্যে পৃথক ভূমি কমিশন গঠন, ভবিষ্যতে আর কোন হামলা যাতে না হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, খাসিয়া জনগোষ্ঠীর চলাচলের রাস্তা খুলে দেয়া ও নিরাপত্তা বিধান, খাসিয়াদের স্বাভাবিক জীবন যাপন এবং তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রশাসনিক ব্যবস্থা নেয়াসহ ৬ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।
No comments:
Post a Comment