আমাদের সিলেট ডটকম:
কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে চৌকিদেখীতে এলাকাবাসীর উদ্যোগে বের করা মিছিল থেকে সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিনসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ মিছিলে বাধা দিলে এলাকাবাসীর সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে।আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ভাই, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সোয়েব চৌধুরী, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন ও ছাত্রদল নেতা আম্বিয়া আহমদ। বাকী তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মিছিল বের এলাকাবাসী। মিছিলটি রাজপথ প্রদক্ষিণ করার সময় পুলিশ তাতে বাধা দেয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হন। এক পর্যায়ে পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মিছিল থেকে ছয়জনকে আটক করে পুলিশ ।
সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ছয়জন আটকের সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মিছিলকারীদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে। তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, শামীমকে মামলায় জড়ানোর প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। কাউন্সিলর শামীমের বিরুদ্ধে আদালতের নির্দেশে মামলা হয়েছে। এলাকাবাসী আদালতের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিছিল বের করেছে বলেও জানান তিনি।
সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, আমার বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে এলাকার সর্বস্তরের মানুষ যখন আমার কার্যালয়ে সমবেত হচ্ছিল, ঠিক তখনই পুলিশ আকস্মিক হামলা চালিয়েছে। এমনকি মহিলাদেরও বেধড়ক লাঠি পেটা করা হয়েছে। আটক করা হয়েছে ১০/১২ জনকে। আমি এ ঘটনার নিন্দা জানাই ও অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করছি।
No comments:
Post a Comment