আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়ন করতে হলে ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিকল্প নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছে, বিদ্যুৎ উৎপাদন অনেক গুণ বৃদ্ধি করেছে, শিৰা খাতে বৈপৱবিক পরিবর্তন সাধন করেছে, তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় উন্নয়ন করেছে অর্থাৎ দেশ যখন সার্বিকভাবে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তখনই আমাদের এই অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা আবার তৎপর হয়েছে। তিনি আওয়ামীলীগের নেতা-কর্মীদেরকে অতীতের মত জনগণের পাশে থেকে দেশ বিরোধী এ ষড়যন্ত্রের বির্বদ্ধে জনগণকে সজাগ ও সচেতন করে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
শুক্রবার রাতে ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর আওয়ামীলীগের কোষাধ্যৰ ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন রানা এর সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আহমেদ হান্নান এর পরিচালনায় অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি জি.এম.জেড সাদেক কায়েছ গাজী, মোশাররফ হোসেন, এডভোকেট রাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক ফয়জুর আনোয়র আলাওর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কিশোর কুমার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, মহানগর মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক কাউন্সিলর শাহানারা বেগম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স সদর্বজ্জামান, যুক্তরাজ্য আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি মাসুক ইবনে আনিস, সাংগঠনিক সম্পাদক নুর্বল ইসলাম পুতুল, সদস্য জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান, সালেহ আহমদ সেলিম প্রমুখ। শুর্বতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন হাফিজ জালাল উদ্দিন। সম্মেলনে শোক প্রস্তাব পাঠ ও ১ মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি
১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment