ওসমানী মেডিকেল কলেজের মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ মহানগর শিবিরের

Friday, June 6, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর ৪৯ তম ব্যাচের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র, ছাত্রদল কর্মী মোঃ তৌহিদুল ইসলামকে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর শিবির।

বৃহস্পতিবার এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি আনোয়ারুল ওয়াদুদ টিপু, সেক্রেটারী মু.আব্দুর রাজ্জাক ও সাংগঠনিক সম্পাদক মাশুক আহমদ এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, ছাত্রলীগ সন্ত্রাসীদের সন্ত্রাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে আজ শিক্ষার কোনো পরিবেশ নেই। সিলেটে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সন্ত্রাসীদের তান্ডবে শিক্ষা ব্যবস্থা চরম হুমকির সম্মুখীন। আওয়ামী সরকার ক্ষমতা গ্রহনের পর পরই ঐতিহ্যবাহী এমসি কলেজের হোস্টেলকে আগুন দিয়ে পুড়িয়ে তান্ডবের সূচনা করে ছাত্রলীগ সন্ত্রাসীরা। এর পর সিলেট সরকারী কলেজ হোস্টেল পুড়িয়ে দেয় তারা। নারকীয় তান্ডবের ধারাবাহিকতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হল এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হলে লুটপাট এবং অগ্নিসংযোগ চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটও তাদের তান্ডবের সাক্ষী হয়ে আছে। তাদের অব্যাহত নারকীয় তান্ডবেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এর মেধাবী ছাত্র তৌহিদুল ইসলাম কে হত্যা করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি কুখ্যাত সন্ত্রাসী সৌমন দে এবং সাধারণ সম্পাদক সাইফুল হাইয়ের নেতৃত্বে অমানুষিক নির্যাতনের মাধ্যমে এই নিরপরাধ মেধাবী ছাত্রকে হত্যায় সিলেটের সর্বস্তরের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আজ হতবাক। প্রশাসনের অতিনির্লিপ্ত আচরণ এবং অতীতে এই সন্ত্রাসীদের তান্ডবের কোনো বিচার না হওয়াই এই ঘটনার জন্ম দিয়েছে। ছাত্রলীগের অব্যাহত তান্ডবে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধের দাবী এখন সর্বত্র। দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে তাদের তান্ডব সমধারায় চলছে। অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করা দেশের আপামর ছাত্র-জনতার দাবী।

নেতৃবৃন্দ অবিলম্বে চিহ্নিত এই খুনীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সিলেটের সর্বস্তরের ছাত্র-জনতা এই হত্যাকান্ডের দাঁত ভাঙ্গা জবাব দেবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License