আমাদের সিলেট ডটকম:
শহরতলীর মেজরটিলা এলাকায় গতকাল শনিবার এক ব্যবসায়ীর ৬ লাখ ৬৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতারে ব্যর্থতার জন্য এসআই বেনুকে ক্লোজড করা হয়েছে বলে জানা গেছে। এসআই বেনু শাহপরান থানার তদন্ত কেন্দ্রে দায়িত্বরত ছিলেন।
তবে,অন্য একটি সূত্র জানিয়েছে, ছাত্রলীগের ক্যাডার পীযুষ কান্তি দে-কে গ্রেফতারের জন্য পুলিশ কমিশনার নির্দেশ দেয়ার পর এসআই বেনুর সহায়তায় আত্মগোপনে যেতে সৰম হয় পীযুষ। এর জের ধরেই তাকে ক্লোজড করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে সূত্রগুলো।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে সোমবার বেনু চন্দ্রকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার বেলা সাড়ে ১১টায় শাহপরান থানাধীন মেজরটিলা এলাকার নূরপুরে ছিনতাইয়ের শিকার হন রহমান ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মুজিবুর রহমান। এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে কমিশনারের নির্দেশে বেনু চন্দ্রকে ক্লোজড করা হয়েছে।
এসআই বেনু এর আগে কোতয়ালী থানায় দায়িত্বে থাকাকালে নগরীর নয়াসড়ক এলাকায় জামায়াত শিবিরের মিছিলে ব্যক্তিগত রিভলভার থেকে গুলি ছুঁড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন। তাকে নিয়মিত সন্ত্রাসী পীযুষের রামের দীঘিরপাড়স্থ অফিসে বসে আড্ডা দিতে দেখা যায়। এছাড়া, বেনুর সাথে আরেক সন্ত্রাসী বিধান সাহার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে সূত্রগুলো।
বহু ঘটনার নায়ক এসআই বেনু অবশেষে ক্লোজড
Monday, June 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment