মৌলভীবাজারে বিজিবি -বিএসএফ পতাকা বৈঠক ভারতের সীমান্তবাসীকে আইন হাতে তুলে না নেয়ার আহবান বিজিবির

Wednesday, June 4, 2014

আমাদের সিলেট ডটকম:

সীমান্ত এলাকায় উভয় দেশের কিছু উন্নয়ন কর্মকান্ড পরিচালনা, চোরাচালান রোধ, অপরাধ দমন এবং পারস্পারিক সম্পর্ক উন্নয়নে বিজিবি এবং বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চালতা চা বাগানে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শরিফপুর সীমান্তে চাতলাপুর চা বাগান বাংলোতে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ব্যবস’াপনায় বাংলাদেশ-ভারত সেক্টর কমান্ডার পর্যায়ে এ সভা হয়। সভায় উভয় পক্ষ সীমান্ত রেখায় অবৈধভাবে অতিক্রম করার বিরুদ্ধে নজরদারী আরো বাড়ানোর বিষয়ে একমত হন। বৈঠকে বিজিবি’র পক্ষ হতে ভারতীয় সীমান্ত এলাকার মানুষকে আইন হাতে তুলে নেয়ার প্রবণতা রোধে প্রয়োজনীয় সচেতনতা বৃদ্ধির জন্য বিএসএফকে অনুরোধ জানানো হয়। সীমান্ত এলাকা দিয়ে মাদকদ্রব্য পাচার রোধে প্রয়োজনীয় কঠোর নজরদারী বাড়ানোর সিদ্ধান্ত হয় । বিজিবি’র উত্থাপিত অভিযোগ সমূহের বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন বিএসএফ। উভয় দেশের সীমান্ত এলাকাকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে বিএসএফ এবং বিজিবি’র বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক এবং যোগাযোগের বিষয়ে একমত পোষণ করেন দুই দেশের সেক্টর নেতৃবৃন্দ। এছাড়াও কুরমা সীমান্তে ধলই নদীতে বেড়িবাধ নির্মানের (বাংলাদেশ সীমান্তে) কাজ ৩০ জুন শেষ হয়ে গেলে তা শেষ করার জন্য আরো সময় চেয়ে উভয় পক্ষই যৌথ নদী কমিশনে আবেদন করা সিদ্ধান্তও গৃহিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের উপ-মহাপরিচালক কর্ণেল মো. তারিকুল ইসলাম খান এবং বিএসএফ এর পক্ষে পানিসাগর সেক্টরের ডিআইজি শ্রী পি কে জোসি নেতৃত্ব দেন। এ ছাড়াও উপসি’ত ছিলেন শ্রীমঙ্গলস’ ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সরর্দার মো. রেজাউল হক ও শ্রীমঙ্গল সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর শাহেদ মেহের। অপর দিকে বিএস এফ এর পক্ষে আরো উপস্থিত ছিলেন কমাডেন্ট শ্রী ব্রজেশ কুমার ও কমাডেন্ট শ্রী সঞ্জয় সিং। সীমান্ডের বিভিন্ন বিষয়াদি আলোচনা শেষে বিকেল ৪টায় বৈঠক শেষ হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License