আমাদের সিলেট ডটকম:
নগরীর মীর্জাজাঙ্গাল এলাকায় বেদখল হওয়া বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পীযুষ বাহিনী। তবে, এলাকাবাসীর ধাওয়ার মুখে অস্ত্রধারীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
দীর্ঘ ৭ মাস জবর দখলে রাখার পর নগরীর রামের দীঘিরপাড় (মীর্জা জাঙ্গাল) এলাকার ঐ বাসা থেকে গত সোমবার বিতাড়িত হয় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পীযুষ কান্তি দে। বাড়িটির বৈধ মালিক আব্দুল কাদির সেলিমের কাছ থেকে বায়না সূত্রে স্বত্ববান হওয়া মীর্জাজাঙ্গাল এলাকার বাসিন্দা মিহির কান্তি দে গং এর দখলে রয়েছে বাসাটি।
মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে দুটি মোটর সাইকেল আরোহী অজ্ঞাত পরিচয় ৪/৫ জন যুবক দ্রুত গতিতে তালতলা পয়েন্ট থেকে যায় রামের দীঘির পাড় এলাকার ঐ বাসার সামনে। একই সময়ে জামতলার দিক থেকে সন্ত্রাসীদের আরো একটি গ্রুপ ৩টি মোটর সাইকেল করে সেখানে উপস্থিত হয়। তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগন্তুক অস্ত্রধারী যুবকরা মোটর সাইকেলে বসেই বেশ কয়েক রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ করে। এ সময় ঐ বাসার লোকজন ও আশপাশ থেকে এলাকাবাসী ছুটে আসতে থাকলে আগন্তুক যুবকরা মীর্জাজাঙ্গালের দিকে পালিয়ে যায়। এ সময় লোকজন ধাওয়া করেও তাদের আটকাতে পারেননি।
এ ঘটনার জন্য পীযুষ বাহিনীকে দায়ী করেছেন বাড়ির বর্তমান মালিক মিহির কান্তি দে। তিনি অভিযোগ করেন, জোরপূর্বক বাসাটি দখলে রাখতে ব্যর্থ হয়ে এখন পীযুষ এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।
খবর পেয়ে কোতোয়ালী থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে যান। রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে কোতোয়ালী থানার সাব ইন্সপেক্টর রিয়াদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কারা গুলি করেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।
পীযুষ বাহিনীর তান্ডব মীর্জাজাঙ্গালে অন্ধকারে ফাঁকাগুলি এলাকাবাসীর ধাওয়ার মুখে পলায়ন
Tuesday, June 3, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment