পোষ্যকোটা বাতিলের দাবিতে শাবি ভিসি দেড় ঘন্টা অবরুদ্ধ

Saturday, June 7, 2014

আমাদের সিলেট ডটকম:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতু চালু করা পোষ্যকোটা বাতিলের দাবিতে শাবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে উপাচাযের্র কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালিত।শনিবার সকাল এগারোটা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে অংশগ্রহণ করেন শাবির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং সিলেটের নানান শ্রেনী পেশার মানুষ। এসময় ধর্মঘটকারীরা উপাচাযের্র কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে উপাচার্যকে এক প্রকার অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে প্রক্টর হিমাদ্রি শেখর রায় ছুটে আসেন এবং আন্দোলনকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। এসময় আন্দোলনকারীদের সাথে তার উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

উপাচার্যের অবর্বদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন যে, আন্দোলকারীরা নিয়মতান্ত্রিকভাবে কিছুই করছে না। নিয়মমত বিশ্ববিদ্যালয়ে কিছু করতে হলে আগে প্রক্টরিয়াল বডির অনুমতির প্রয়োজন হয় কিন’ আন্দোলনকারীরা অনুমতি নেন নি।

আন্দোলনকারী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পূর্বনির্ধারিত সিন্ডিকেট মিটিং ছিলো। ওই মিটিং এ পোষ্য কোটার চুড়ান্ত অনুমোদনের কথা শুনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপাচাযের্র কার্যালয়ের সামনে জরো হতে থাকেন এবং এক পর্যায়ে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেন।

আন্দোলনকারীদের সমন্বয়ক শমশের রাসেল জানান, আমরা যথাসম্ভব নিয়মতান্ত্রিকভাবে আমাদেও আন্দোলন পরিচালিত করেছি এবং সব রকমভাবেই বিষয়টির প্রতিবাদ করেছি। তারপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্ণপাত না করায় একরকম বাধ্য হয়েই অবস্থান ধর্মঘট করছি।

সকাল সাড়ে এগারোটার দিকে ধর্মঘটকারীদের একটি প্রতিনিধিদল সিন্ডিকেট সদস্যদের সাথে কথা বলতে যান এবং বেলা বারোটার দিকে মিটিং থেকে বের হয়ে তারা বলেন, সিন্ডিকেটের সাথে কথা হয়েছে, সিন্ডিকেট বিষয়টি পুনরায় পর্যালোচনা করার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠাবে।

এরপর উপাচার্য কার্যালয়ের ফটকের তালা খুলে দেওয়া হয় এবং আন্দোলনকারীরা সেই স্থান ত্যাগ করেন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License