অটোরিকশা চালক স্বপনের খুনিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Friday, June 6, 2014

আমাদের সিলেট ডটকম:

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা-সালুটিকর শাখার উদ্যোগে গতকাল ৬ জুন শুক্রবার বিকেলে নগরীর মজুমদারী এলাকায় সিএনজি অটোরিক্সা চালক স্বপন জাহাঙ্গীর (২৮) এর খুনিদের গ্রেফতারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাকারিয়ার সভাপতিত্বে ও আম্বরখানা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সালুটিকর শাখার উপদেষ্টা মোঃ তারা মিয়ার পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ। বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নের জেলা কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আজাদ মিয়া, আম্বরখানা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও সালুটিকর শাখার সভাপতি আব্দুল মান্নান, শাহ আলম সুর্বজ, সম্পাদক চুনু মিয়া, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খান, সহ-সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিপন মিয়া, রতন মিয়া, রমজান মিয়া, মোস্তাক মিয়া, নজর্বল ইসলাম, আজাদ মিয়া, হার্বন মিয়া, সেবুল আহমদ, মঈন উদ্দিন, তুহিন মিয়া, স্বপন মিয়া, জুয়েল আহমদ, ইব্রাহিম, আবুল মিয়া, মোস্তফা মিয়া, জয়নাল আহমদ, গোলাপ মিয়া, নির্মল বাবু, কবির মিয়া, কুদ্দুস মিয়া, জয়নাল মিয়া, হার্বন আহমদ প্রমুখ।

মনববন্ধনে বক্তারা বলেন, গত বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানা থেকে যাত্রী-বেশি ৪ জন অজ্ঞাত ব্যক্তি বিশ্বনাথ যাওয়ার কথা বলে স্বপন জাহাঙ্গীর চালিত সিএনজি অটোরিক্সা সিলেট-থ-১১৭৫১৫ গাড়ীতে করে নগরীর ত্যাগ করে। পরেরদিন বৃহস্পতিবার সকালে বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদীর তীরের টুকেরকান্দি নামক স্থান থেকে স্বপনের লাশ উদ্ধার করা হয়। এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বপনের খুনিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হলে শ্রমিক নেতৃবৃন্দ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

আগামী সোমবার সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভুক্ত আম্বরখানা-সালুটিকর শাখার উদ্যোগে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License