আমাদের সিলেট ডটকম :
দীর্ঘ এক মাসেও সন্ধান মেলেনি যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা মো. মািজবুর রহমান ও তার গাড়ি চালক সোহেলের।
বুধবার তাদের নিখোঁজ হওয়ার এক মাস পুরণ হয়েছে। নিখোজের পর থেকে আইন শৃঙ্খলা বাহিনী, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, হবিগঞ্জ ও ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলা শহরের অভিযান চালায়। পৃথক পৃথকভাবে অভিযানে ৬ জনকে আটক করা হলেও মুজিব ও তার গাড়ি চালক কিংবা তার ব্যবহৃত গাড়িটিও উদ্ধার করতে পারেনি পুলিশ।
একটি সূত্র দাবি করছে, নিখোঁজ মুজিবুর রহমান আন্তর্জাতিক একটি চক্রের সঙ্গে জড়িত রয়েছেন। সূত্র আরো জানায়, এ বিষয়টি নিয়ে তদন- চালিয়ে যাচ্ছে আনর্-জাতিক একটি সংস’া। তবে এসব বিষয় মাথায় রেখে তাকে উদ্ধার কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশীদ জানান, মুজিবের সন্ধানে পুলিশ আগের মতো আভিযানে না থাকলেও তথ্য উপাত্তের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস’াগুলো। পুলিশ সুপার আরো জানান, মুজিব বৃটিশ নাগরিক হওয়ায় সে দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজেদের মতো করে মুজিবকে উদ্ধারে কাজ করছে। বেশ কয়েক দিন তারা সুনামগঞ্জ ও সিলেটে কাজ করেছে।
এদিকে মুজিব ও তার গাড়ি চালকের পরিবারের লোকজন এখনও তাদের প্রতিক্ষায় প্রহর গুনছেন।
‘নিখোঁজ বিএনপি নেতা মুজিবের গাড়ি চলক রেজাউল করিম সোহেলের সন্ধানের দাবিতে ২৫মে সুনামগঞ্জ জেলায় সকাল- সন্ধ্যা ধর্মঘট পালন করে মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমবায় সমিতি।
এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে এক সমাবেশে পরিবহন শ্রমিকরা এ ধর্মঘটের ডাক দেন।
উল্লেখ্য, গত ৪ মে (রোববার) মুজিবুর রহমান মুজিব তার ব্যবহৃত প্রাইভেটকারে করে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে গাড়ি চালক সোহেলসহ নিখোঁজ হন। নিখোঁজের দু’দিন পর ৬ মে (মঙ্গলবার) মুজিবুরের ভাগনি জামাতা রাবিউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অন্যদিকে, ১০ মে (শনিবার) সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মৃত হাজী আলীম উল্লাহ চৌধুরীর ছেলে আলী আকবর চৌধুরী, তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের আব্দুল মতিনের ছেলে তারেকুজ্জামান ও সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. জিহাদুল হককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ।
নিখোঁজ মুজিবুর রহমানের সন্ধান দাবিতে সুনামগঞ্জ জেলায় গত ১১ মে (রোববার) আধাবেলা হরতাল পালন করেছে জেলা বিএনপি। সোমবার (১২ মে) দুপুর দেড়টার দিকে আটক তিনজনকে একই আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম রিমান্ড নামঞ্জুর করে তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের নিদের্শ দেন। কয়েক দিন পরে সুনামগঞ্জ থেকে আটককৃত আকবর, তারেক ও জিহাদুল জামিনে বের হয়ে আসেন।
গত ১১ মে (রোববার) ময়মনসিংহের চরসিরতা গ্রাম থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে লিয়াকত আলী ও আবুল কালাম আজাদকে এবং ২০ মে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রাম থেকে মাহমুদ নামের আরো একজনকে আটক করে পুলিশ সুনামগঞ্জে নিয়ে আসে। ময়মনসিংহ ও হবিগঞ্জ থেকে আটককৃত ৩ জন বর্তমানে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
এক মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ বিএনপি নেতা মুজিব ও তার গাড়ি চালকের
Wednesday, June 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment