ছাতকে প্রতিপৰের লাঠির আঘাতে স্কুল ছাত্র আহত

Friday, June 6, 2014

আমাদের সিলেট ডটকম:

ছাতকে প্রতিপৰের লাঠির আঘাতে আফজাল খান (১৩) নামের এক ৫ম শ্রেনীর ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামপুর ইউনিয়নের হাদা-চানপুর মাঠে লাঠি পেটা করে তাকে আহত করা হয়। সে দোয়ারা উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্র নগর গ্রামের ছোরাব খানের পুত্র ও বীরেন্দ্র নগর ইন্তাজ আলী রেজিঃপ্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় ছোরাব খান বাদী হয়ে হাদা-চানপুর গ্রামের খলিল মিয়া ও তার পুত্র ফার্বক মিয়ার বির্বদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ থেকে জানা যায়, ফার্বক মিয়ার গর্ব ছোরাব খানের বাদাম ও ধান ৰেতের ফসল নষ্ট করার সময় আফজাল খান গর্ব আটক করলে ৰুব্ধ হয়ে পিতা-পুত্র মিলে তাকে লাঠিপেটা করে। এতে আফজাল গুর্বতর আহত হলে তাকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License