আমাদের সিলেট ডটকম:
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কাস্টমস পুলিশ স্বর্ণেরবার সহ দুজনকে গ্রেফতার করেছে। গতকাল বিকেল তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন। গ্রেফতারকৃতা হচ্ছে-কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মুর্শেদ আহমদ ও একই এলাকার শহিদ আহমদ।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার ওয়াছী মেম্বার ওমরাহ হজ্ব পালন শেষে গতকাল সোয়া ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী বিমানবন্দরে আসেন। সেখানে তিনি প্রায় ১শ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার তার বেয়াই কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মুর্শেদ আহমদ ও শহীদ আহমদের কাছে দেন। বিমানবন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তলৱাশি চালিয়ে এই দুজনের কাছ থেকে স্বর্ণেল বারটি উদ্ধার করে। কাস্টমস পুলিশ গ্রেফতারকৃতদেরকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসমানি বিমানবন্দরে স্বর্ণের বারসহ দুজন গ্রেফতার
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment