তৌহিদ হত্যার প্রতিবাদে রবিবার সিলেটে হরতাল ॥ ওসমানী মেডিকেল
কলেজে ছুটি ঘোষণা ॥ তদন্ত কমিটি গঠন ॥ হত্যাকাণ্ডে মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো রবিবার ৮ জুন সিলেটে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে।
এছাড়া জেলা ও মহানগর ছাত্রদল ঘোষণা করেছে ৩ তিনদিনের কর্মসূচি। এই কর্মসূচিতে রয়েছে শুক্রবার বাদ জুমা ওসমানী মেডিকেল কলেজ মসজিদে তৌহিদুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ, শনিবার শোকর্যালি ও রবিবার সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট।
এ দিকে ছাত্রদলের ডাকে বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজে ছাত্র ধর্মঘট পালিত হয়। এ সময় ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকে।
অন্যদিকে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৬ দিনের জন্যে কলেজে ছুটি ঘোষণা করেছে। তৌহিদুল ইসলাম হত্যার ব্যাপারে গঠন করেছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এই তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে সময় বেঁধে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাংবাদিকদেরকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।
বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো তৌহিদুল ইসলাম হত্যার প্রতিবাদে সমাবেশ করে। এতে বক্তারা অবিলম্বে খুনিদেরকে গ্রেফতারের দাবি জানান।
তৌহিদুল ইসলামের লাশ তার গ্রামের বাড়ি শরিয়তপুরে পাঠিয়ে দেয়া হয়েছে। তার চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদি হয়ে মামলা করেছেন সিলেট কোতয়ালি মডেল থানায়। এতে ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিলেটের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে।
No comments:
Post a Comment