আমাদের সিলেট ডটকম:
গতকাল মঙ্গলবার নগরীর চৌকিদেখি এলাকা থেকে গ্রেফতার হওয়ার কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের ১০ সমর্থককে দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে, ঐ সময় আটক হওয়া তার ভাই, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর সোয়েব চৌধুরী ও সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিনকে গত রাতেই বিমান বন্দর থাকা থেকে মুক্তি দেয়া হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন আইন অমান্য করে নগরীতে মিছিল-সমাবেশ ও রাস্তায় ব্যারিকেড দেয়ার সময় পুলিশ চৌকিদেখি থেকে ঐ ১২ জনকে আটক করেছিল। এর মধ্যে ফরহাদ চৌধুরীর বড় ভাই সোয়েব চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের জিম্মায় এবং ২১ নং ওয়াডের্র কাউন্সিলর আব্দুর রকিব তুহিন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর জিম্মায় মঙ্গলবার ছাড়া পান।
প্রসঙ্গত: ফরহাদ চৌধুরী শামীমের বিরুদ্ধে সিএনজি অটোরিকশা চালক জালাল হত্যার মামলা দায়েরের প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দুপুর আড়াইটায় চৌকিদেখি এলাকায় আটককৃতরা মিছিল-সমাবেশ ও রাস্তায় র্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এসময় তাদের বিরত রাখার চেষ্টা করা হলে তারা পুলিশের সঙ্গে তর্কে জড়ায়। এক পর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এরপর ঘটনাস’ল থেকে তাদের আটক করা হয়।
কাউন্সিলর শামীমের সমর্থক জেল হাজতে কাউন্সিলর তুহিন ও সাবেক মেম্বার সোয়েব জিম্মায় মুক্ত
Wednesday, June 4, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment