আমাদের সিলেট ডটকম: সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই ইউনিয়নের বাজেট গতকাল ঘোষিত হয়েছে। ঘোষিত বাজেটে করিমপুর ইউনিয়নের এক কোটি ৪৪ লাখ ও দিরাই সরমঙ্গল ইউনিয়নের এক কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের বাজেট ঘোষণা অনুষ্ঠান ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পরিষদের সচিব মন্মথ রায়। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, ডাসকো প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী শিল্পী চক্রবর্তী, শরীক প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মোছাঃ নাছিমা বেগম প্রমুখ। এ সময় উপসি’ত ছিলেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মোছাঃ মজিদা খাতুন, দিপ্তীরাণী দাস, মালতী রাণী দাস, আব্দুল আজিজ, মোঃ আমিনুল হক, মোঃ নজরুল ইসলাম, জহরলাল বর্মণ ও মোঃ আবু তাহের প্রমুখ। বাজেট সভায় সচিব মন্মথ রায় করিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের এক কোটি ৪৪ লাখ ১ হাজার ২৭ টাকার বাজেট পেশ করেন। এদিকে উপজেলার দিরাই সরমঙ্গল ইউনিয়ন পরিষদের ২০১৪-১৫ সালের এক কোটি ২৮ লাখ ৭ হাজার ৬৩২ টাকার বাজেট পেশ করেন সচিব শ্যামলী রাণী চৌধুরী। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিষদ ভবনে আয়োজিত চেয়ারম্যান এহসান চৌধুরীর সভাপতিত্বে উন্মুক্ত বাজেট আলোচনায় বক্তব্য রাখেন পরিষদ সদস্য নিশিকান- দাস, শাহাবুদ্দিন, আব্দুল হক, শিউলি চক্রবর্তী, সুজিত তালুকদার, শরীক (স্বাবলম্ভী)-এর শংকর চন্দ্র সরকার, ডাসকোর ম্যানেজার খাইরুল ইসলাম, সৌহার্দ্যের পিন্টু তালুকদার, দি হাঙ্গার প্রজেক্টে-বাংলাদেশ-এর ইউনিয়ন সমন্বয়কারী কৌশিক রঞ্জন দাস ও এএসডির আবুল বসর প্রমুখ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment