সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। বিশেষ করে সিলেটে এর ঝুকি খুব বেশি। ভূমিকম্প থেকে নিজেদেরকে সুরৰা করতে সকলকে সচেতন হতে হবে। এজন্য নিজেদেরকে সচেতন হতে হবে ও অন্যদেরকেও এব্যাপারে সজাগ করতে হবে। সকলের সতর্কতা থাকলে ভূমিকম্পের ৰয়ৰতি থেকে কিছুটা হলেও সুরৰা পাওয়া যাবে।
সেন্টার ফর সিটিজেন রাইট-এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলৰ্যে ‘বাংলাদেশে ভূমিকম্পের আশংকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল শুক্রবার সন্ধা ৭টায় নজর্বল একাডেমীতে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। সেন্টার ফর সিটিজেন রাইট-এর উপদেষ্টা ও সুজনের সভাপতি ফার্বক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ফর সিটিজেন রাইট-এর প্রধান নির্বাহী মোঃ আমিনুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দি ক্লাইমেট রিয়েলিটি প্রজেক্ট বাংলাদেশের চেয়ারম্যান ও প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) ক্লাইমেট লিডার মোঃ জহুর্বল হক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর সিটিজেন রাইট-এর উপদেষ্টা ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট-এর সাবেক সেক্রেটারী মোঃ বদর্বজ্জামান সেলিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. জহির বিন আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশতাক আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম, বেলা’র বিভাগীয় কো-অর্ডিনেটর এডভোকেট শাহ সাহেদা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট-এর কার্যনির্বাহী সদস্য মিসফাক আহমেদ চৌধুরী মিশু, সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোঃ শহিদুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপসি’ত ছিলেন প্রভাষক ফখর্বল ইসলাম, মাহবুব চৌধুরী, মাহবুবুল হক চৌধুরী, ইসলামিক রিলিফ বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার শাহ শাহিদ আহমদ, আব্দুলৱাহ আস শাকির আহমদ শিকদার, এইচডিও পরিচালক মনসুর আলম, কামর্বল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার মিফতাউজ্জামান ইমরান, মাজেদ আহমদ চৌধুরী, নাইম চৌধুরী, ফাতেমা সুলতানা অন্যা, রাহনুমা বেগম নার্গিস, এনামুল হক চৌধুরী, কাজী মিজান, লায়েক আহমদ, সবার্নী দে, ইঞ্জিনিয়ার জামাল আহমদ, এডভোকেট রেজাউল করিম খান, সুলতান মোঃ রাজু, জালাল উদ্দিন শামিম, কয়েছ আহমদ সাগর, মিলাদ হোসেন, স্বপন আহমদ, এনামুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুজনের সভাপতি ফার্বক মাহমুদ চৌধুরী বলেন, একজন ভালো প্রকৌশলীর মাধ্যমে ভবন নির্মান করতে হবে। আর ভবন নির্মাণের ক্ষেত্রে প্রত্যেককে যথাযথ বিল্ডিং কোড মেনে চলা উচিত। এক্ষেত্রে ভূমিকম্প ও অগ্নিকান্ডের মতো দূর্যোগকে বিবেচনায় রেখে নির্মাণ উপাদান ব্যবহার করা উচিত।
সভায় বক্তারা বলেন, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। সিলেটে বহুমাত্রার ভুমিকম্প হলে হাজার হাজার বহুতল ভবন ধ্বসে পড়বে। প্রাণহানী ঘটবে কয়কে লক্ষ মানুষের। যেহেতু ভূমিকম্প কোন পূর্বাভাস ব্যাতিত সংগঠিত হয় এবং জান মালের ব্যাপক ক্ষতি সাধন করে তাই জান ও মালের ক্ষতি কমাতে ভুমিকম্পের আগে ও পরে করনীয় বিষয়ে আমাদের সকলের জানা থাকা দরকার।
‘বাংলাদেশে ভূমিকম্পের আশংকা’ শীর্ষক সেমিনার
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment