আমাদের সিলেট ডটকম:
গোয়াইনঘাটে কুখ্যাত ডাকাত সর্দার ৩১মামলার আসামী সোনাইসহ ৩ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে। এঘটনায় এলাকার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন চলছে।
শুক্রবার রাত ৮টার দিকে সিলেট সহর থেকে এদের আটক করা হয়। ধৃতের নাম কুখ্যাত ডাকাত সরদার ৩১মামলার আসামী ও ১১টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের (লাকি খামারগাঁও) গ্রামের আব্দুস সামাদ‘র পুত্র সোনা মিয়া (সোনাই) (৪০), একই গ্রামের সেনা মিয়ার পুত্র কামাল আহমদ (৩৮), লাকি গ্রামের বশির উদ্দিন‘র পুত্র মুখলেছুর রহমান (৩৮)। পুলিশ সুত্রে জানাগেছে শুক্রবার দিন ব্যাপী অভিযান চালিয়ে এসআই হাবিব ও এসআই মিজান‘র নেতৃত্বে রাত ৮টার দিকে সিলেট সহর থেকে এদের আটক করা হয়। জানাগেছে ডাকাত সরদার সোনাই‘র উপর ৩১টি মামলা রয়েছে এর মধ্যে ১১টি ওয়ারেন্ট ও ১টি মামলায় ২বছরের সাজা রয়েছে। আটক কামালের উপর ৪টি ডাকাতি মামলা রয়েছে। ডাকাত মুখলেছ‘র উপর ৫টি মামলা রয়েছে, এর মধ্যে ২টি ওয়ারেন্ট ও ১টি মামলায় ২বছরের সাজা রয়েছে। জানতে চাইলে ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল হাই ডাকাতদের আটকর‘র কথা স্বীকার করে বলেন গোয়াইনঘাটকে অপরাধ মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি ডাকাত মুক্ত গোয়াইনঘাট গড়তে উপজেলা বাসীর সহযোগিত কামনা করেন। এদিকে গোয়াইনঘাটে কুখ্যাত ডাকাত সরদার ৩১মামলার আসামী সোনাইসহ ৩ডাকাত পুলিশের হাতে আটক হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দ‘র বন্যা বইছে, বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন‘র খবর পাওয়া গেছে। তাছাড়া সর্বত্র হাট বাজার, চায়ের স্টল, যানবাহনে শুধু এবিষয়ে লোকজনদের মাঝে নানা আলোচনা সমালোচনা চলছে।
গোয়াইনঘাটে ডাকাত সর্দার আটক
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment