আমাদের সিলেট ডটকম:
সিলেট নগরীর কালিঘাটের ব্যবসায়ী মোঃ ফরহাদ হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রোববার রাতে দত্তরাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ফরহাদ হোসেনের ভাই সুয়েব জানান, গত ১ জুন রাত ১০ টার দিকে গোলাপগঞ্জ থানার ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী হেলু মিয়ার নিকট থেকে তার পাওনা ৫০ হাজার টাকা নিয়ে নিজস্ব মোটরসাইকেল যোগে আবার নিজ বাড়ী পাঠানপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন ব্যবসায়ী ফরহাদ। ওইদিন বিকাল সাড়ে ৫ টায় দত্তরাইল নয়ামসজিদ নামক স্থানে আসামাত্র পেছন থেকে একটি ফোরষ্ট্রোক তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। তখন ফরহাদ হোসেন মাটি থেকে মোটরসাইকেলটি তুলার সাথে সাথেই ঐ ফোরস্ট্রোকে থাকা ছিনতাইকারীরা তার উপর অতর্কিতভাবে হামলা চালায়। তাদের হামলায় ফরহাদ হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় লিলা ফুলা জখম প্রাপ্ত হন। এই সংবাদ পেয়ে ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী হেলু মিয়া ঘটনাস্থলে ছুটে আসেন এবং ছিনতাইকারীদের হাত থেকে ফরহাদ হোসেনকে উদ্ধার করেন।এসময় ছিনতাইকারীরা হেলু মিয়াকে ও মারধর করে জখম করে। এসময় ফরহাদ হোসেনের সাথে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ আরোও ৭/৮ হাজার টাকা এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং মোটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আশপাশের লোকজন জড়ো হতে থাকলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এস.আই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপারে ফরহাদ হোসেন গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবলী আহমদ জানান, ছিনতাইকারীদের সনাক্ত করে তাদের বির্বদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। উক্ত ঘটনায় গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নোমান উদ্দিন মুরাদ বলেছেন, আমি ঘটনা শুনেছি, এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২/১ দিনের ভিতরে ঘটনাটি আপোষে মিমাংসা করার চেষ্টা করব।স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক মেম্বারের নেতৃত্বে ছিনতাইকারীরা এরকম ছিনতাই কর্মকান্ড করে থাকে এবং ঐ ছিনতাইকারীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফিরা করছে।
কালিঘাটের ব্যবসায়ীকে আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই
Monday, June 2, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment