আমাদের সিলেট ডটকম:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট অঞ্চল সেক্রেটারী প্রবীণ রাজনীতিবিদ আজিজুর রশীদ চৌধুরী বলেছেন, খুন, গুম ও নির্যাতন স্বাধীন বাংলাদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদেশে এখন মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি বলতে কিছু নেই। অথচ প্রশাসন ও সরকার নির্বিকার। তিনি বলেন দেশে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে। বিরোধী মত-পথের রাজনৈতিক নেতা-কর্মীদের আজ বেছে বেছে হত্যা করা হচ্ছে। তিনি বলেন এগুলো অবিলম্বে বন্ধ করে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
আজিজুর রশীদ চৌধুরী শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে আয়োজিত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা সৈয়দ ফয়জুলৱাহ বাহারের সভাপতিত্বে ও অফিস এবং প্রচার সম্পাদক গোলজার আহমদ হেলালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ ইসলাম উদ্দিন, জেলা রাজনৈতিক সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা এটিএম শামসুদ্দীন, প্রশিৰণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রবিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা আমীর আজমান আলী প্রমূখ। সভাপতির বক্তব্যে সৈয়দ ফয়জুলৱাহ বাহার বলেন অবিলম্বে জেলা আমীর হাফিজ আনওয়ার হোসাইন খানের মুক্তির দাবী জানান। তিনি বলেন, জালিম শাহী সরকার অন্যায় ভাবে জেলা আমীর আনওয়ার হোসাইন খানকে আটকে রেখেছে। বিজ্ঞপ্তি
সিলেট উত্তর জেলা জামায়াতের সদস্য সম্মেলন সম্পন্ন খুন, গুম ও নির্যাতন স্বাধীন বাংলাদেশের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে – আজিজুর রশীদ চৌধুরী
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment