উপজেলা ঘোষণা হওয়ায় ওসমানীনগরে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

Thursday, June 5, 2014

আমাদের সিলেট ডটকম:

ওসমানীনগর থানা কে উপজেলায় উন্নীত করায় জাতির জনককন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বুধবার বিকেলে ওসমানীনগর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তাজপুর কদমতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে গোয়ালাবাজারে সমাবেশের জড়ো হয়।

সমাবেশে বক্তারা বলেন আ’লীগ সরকার দেশের উন্নয়নে অঙ্গিকারবদ্ধ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল ওসমানীনগরকে উপজেলায় রূপান-র করা। জননেত্রী শেখ হাসিনা প্রতিশ্র“তি অনুযায়ী এ থানাকে উপজেলায় রূপান-র করেছেন। তিনি ওসমানীনগর থানা তথা সিলেটবাসীর প্রতি আন-রিক। এটি বর্তমান সরকারের এক অবিস্মরনীয় উপহার। এ উপহার এ অঞ্চলকে আরো উন্নত এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা প্রবাসে অবস’ানরত ওসমানীনগর ও সিলেটবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

শোভাযাত্রা শেষে ওসমানীনগর থানা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

এসময় অন্যদের মাঝে উপসি’ত ছিলেন থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, শেরওয়ান আহমদ, সৈয়ীদ আহমদ বহলুল, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, আলাউর রহমান আলা, আফজালুর রহমান চৌধুরী নাজলু।

সমাবেশে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগ নেতা সৈয়দ নেছাওর আলী, থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, মহানগর যুবলীগ নেতা সামছুল ইসলাম মিলন, কিবরিয়া আহমদ, থানা যুবলীগের সভাপতি আনা মিয়া, সহ-সভাপতি আরিজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দুপুর থেকেই বর্ণিল ব্যানার-ফেস্টুন সহকারে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, আ’লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাজপুর এলাকায় জড়ো হন।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License