আমাদের সিলেট ডটকম:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার এসএসসি ও দাখিল পরীৰায় উত্তীর্ণ কৃতি শিৰার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর অভিজাত মিলনায়তনে কৃতি শিৰার্থী সংবর্ধনা অনুষ্ঠানে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারী সাইফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগর সভাপতি আনোয়ার্বল ওয়াদুদ টিপু।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এসএসসি ও দাখিল পরীৰায় উত্তীর্ণ কৃতি শিৰার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য জাতীর আগামী দিনের নেতৃত্ব যাদের হাতে তাদের সফলতায় যুক্ত হল নতুন এক পালক। সফলতার প্রাথমিক এ পুজিকে মুলমন্ত্র হিসেবে ব্যবহার করে আগামী দিনের স্বপ্নময় বাংলাদেশ গড়ার এ কারিগরদের নৈতিক শিৰায় শিৰিত হয়ে জাতীয় নেতৃত্বে বলিষ্ট ভূমিকা রাখতে হবে।’
এরপর প্রধান অতিথি উপস্থিতি শিৰার্থীদের হাতে ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলেদেন। অনুষ্ঠান শেষে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পরিবেশ সংরৰনে অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করতে শিৰার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসএসসি ও দাখিল পরীৰায় উত্তীর্ণ কৃতি শিৰার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক আহমদ মানসুর, অর্থ সম্পাদক বাহর্বল ইসলাম, তানভীর আহমদ, ইউছুপ হাসান আকন্দ, আব্দুল মাজিদ প্রমুখ।
শাবি শিবিরের কৃতি শিৰার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment