আমাদের সিলেট ডটকম:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসনের একটি কোটা সিস্টেম থাকলেও তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণটাই পুর্বষদের দ্বারা প্রভাবিত। রাজনৈতিক দলগুলোর নির্বাহি কমিটিসমূহে অন্তত এক তৃতীয়াংশ পদে নারী সদস্যদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হওয়া সত্বেও বর্তমানে এই কমিটিসমূহে নারীর সংখ্যা মাত্র ২% এর আশেপাশে। এই অবস্থার পরিবর্তন করতে হবে। সমৃদ্ধ দেশ গঠনে নারী ও যুব সমাজের ভূমিকা গুর্বত্বপূর্ণ। তাই সকল ৰেত্রে নারীদের সম্পৃক্ত করা সময়ের দাবী।
গতকাল ৭ জুন, শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট আয়োজিত ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো’র তানিয়া আক্তার এর তত্ত্বাবধানে “গঠনতন্ত্র বিষয়ক আলোচনা এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে নারী ও যুবদের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সমাবেশের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের মহিলা বিষয়ক সম্পাদিকা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো’র এডভোকেট নাসিমা বেগম এর তত্ত্বাবধানে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, রাজনৈতিক দলসমূহের তৃণমূল পর্যায়ে নারী এবং যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন। আগামীতে সিলেট মহানগর বিএনপি’র কমিটিতে গঠনতন্ত্র মোতাবেক নারীদের আসন পূরণ করা হবে।
জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদিকা ও সিলেট মহানগর সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে নারী ও যুব সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসিম হোসাইন, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা, প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহানাজ, ১নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিকুল হাদী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের উপ-আঞ্চলিক সমন্বয়কারী মোছাঃ রাহিমা বেগম, বিএনপি নেত্রী জাহানারা ইয়াসমিন, ডাঃ নূর্বন্নাহার ডেইজী, পাপিয়া বেগম, আবিদা সুলতানা, ফাতেমা জামান রোজি, র্ববি বেগম, এডভোকেট মোঃ ইউসুফ খান, এডভোকেট আলী হায়দার ফার্বক, এডভোকেট সাইদুর রহমান, মিনারা হোসেন, সাফিয়া খাতুন মনি, রেহেনা ফার্বক শিরিন, খালেদা বেগম হেনা, বিলকিস আক্তার চৌধুরী, হাফসা বেগম, মুক্তা রহমান, বদর্বন্নাহার হক বেবী, ঋতু দাস, আব্দুল কাইয়ুম, কামাল হোসেন, সোমা চৌধুরী, রিনা বেগম, আকমা বেগম, এডভোকেট রোহিনা বেগম, তানিয়া বেগম, পিয়াংকা মজুমদার প্রমুখ। বিজ্ঞপ্তি
সমৃদ্ধ দেশ গঠনে নারী ও যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ – মেয়র আরিফুল হক চৌধুরী
Saturday, June 7, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment