আমাদের সিলেট ডটকম: সিলেট জেলার পুলিশ সুপার নূর ই আলম মিনা পি.পি.এম এর আন্তরিক প্রচেষ্টায় এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের দুর্দান্ত অভিযানে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বহুল আলোচিত কুখ্যাত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী ভূমি-খেকো মিনহাজ বাহিনীর সর্দার একাধিক মামলার পলাতক আসামী মিনহাজ উদ্দিন ও ইউপি সদস্য রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোররাতে মিনহাজকে ও এর আগে রিয়াজকে গ্রেফতার করা হয়। মিনহাজ গোয়ইনঘাট উপজেলার ফতেহঁপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ৭ম খন্ড নয়গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে এবং রিয়াজ উদ্দিন তালুকদার পুর্বজাফলং ইউনিয়ন পরিষদের সদস্য। রবিবার মিনহাজকে তার বড় ভাই মোস্তাক আহমদের এবং ভাতিজা মুজাহিদ এর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় (নং-৯(৫)১৪) গ্রেফতার করা হয়। মিনহাজের বিরুদ্ধে ফতেহপুর চা বাগানের কিছু ভূমি অবৈধ দখল ওবাগানের গাছ চুরি করে নিয়ে যাওয়া এবং উক্ত বাগানের জেনারেল ম্যানেজার মোঃ জুনায়েদ চৌধুরীর উপর হামলা ও হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই হাবিব।
এসআই হাবিবের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মিনহাজ উদ্দিনের শ্বশুর বাড়ি ফতেপুর এলাকার ঠিলার উপরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে উপজেলা সদর থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়। এস আই হাবিব জানান যে ফতেহপুর চা বাগানে চলাচলের রাস্তা কেটে ব্রিজ ভেঙ্গে এবং চা বাগান হতে প্রচুর দামি কাঠ জাতীয় গাছ চুরি করে চা বাগানের চরম ক্ষতি সাধন করেছে। তার বিরুদ্ধে এলাকার লোকজন কোন কথা বলার সাহস পায়না। মিনহাজ ও তানজির এর বিরুদ্ধে বিগত ২০০৬ইং সনে এলাকার নিরিহ এক ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করলে তার উপর ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ হিসেবে নিরিহ ব্যক্তির ছেলের ডান হাত কেটে কুকুরদের খাওয়ায় মিনহাজগং যা বর্তমান সিলেট জেলা আদালতে বিচারাধীন। মিনহাজকে গ্রেফতার করার পর মামলার বাদীর পরিবার, ফতেহপুর বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকবৃন্দ এবং এলাকার লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানায় যে, ধৃত আসামী মিনহাজ তানজির ও তাহাদের বাহিনী নিকট একটি কাটা বন্দক সহ মারাত্মক ধরনের অস্ত্র রয়েছে। তাই ধৃত আসামীকে মামলা সুষ্ঠু তদন্ত ন্যায় বিচারের স্বার্থে তার নিকট অবৈধ অস্ত্র উদ্ধারের ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামীদের নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেফতারের নিমিত্তে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে ৭দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এসআই হাবিব আরও জানান যে, মিনহাজ মেম্বারের উপর গোয়াইনঘাট ও জালালাবাদ থানায় কয়েকটি মামলার আসামী। মামলাগুলো হচ্ছে, গোয়াইনঘাট থানার মামলা নং-৬ তারিখ ০৯/১২/১৩, মামলা নং-১৭ তারিখ ২৮/০১/১৪, জালালাবাদ থানার মামলা নং-১০ তারিখ ১৬/০১/১৪।
রিয়াজ মেম্বারের উপর সিলেট তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় গাছ কাটার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
গোয়াইনঘাটের আলোচিত সন্ত্রাসী মিনহাজ ও এক ইউপি সদস্য গ্রেফতার
Sunday, June 1, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment