আমাদের সিলেট ডটকম:
গোলাপগঞ্জ উপজেলার অন্যতম বাণিজ্য কেন্দ্র হেতিমগঞ্জে পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, সাবেক এমপি হাফিজ আহমদ মজুমদার বলেছেন, এ ব্যাংকের ১৫জন পরিচালকের ১০জনই হচ্ছেন সিলেটের নাগরিক। এ জন্য অনেকেই পূবালী ব্যাংককে সিলেটী ব্যাংক বলে আখ্যায়িত করে থাকেন। দেশের অর্থনৈতিক ক্ষেত্রে পূবালী ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে ব্যাংকের ১৮হাজার কোটি টাকার ডিপোজিড রয়েছে। আমরা এ দেশের জাতীয় অগ্রগতিতে বিনিয়োগ করতে চাই। মিল-কলকারখানা ও উৎপাদনমুখী প্রতিষ্ঠান নির্মাণে পূবালী ব্যাংক অংশীদার হতে চায়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সিলেটীরা যেভাবে পূবালী ব্যাংকে টাকা জমা রাখছেন তার তুলনায় মাত্র ৩৫ থেকে ৩৮% ঋণ দেয়া যাচ্ছে। আমরা চাই সিলেটের ব্যবসায়ীরা পূবালী ব্যাংক থেকে আরো বেশি ঋণ নিয়ে ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ করবে। এ দেশের ব্যাংকিং জগতে পূবালী ব্যাংক এক ঐতিহ্যের দাবীদার। সেবার মাধ্যমে আজ পূবালী ব্যাংক প্রথম সারিতে নিজেদের অবস’ান ধরে রাখতে পেরেছে। গ্রাহকদের কাঙ্খিত মানের সেবাদানের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।
শুক্রবার সকাল ১১টায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মাকসুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাহিম আহমদ চৌধুরী, এএমডি এমএ হালিম চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নর্থ ইস্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন স’ানীয় বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ আহমদ, কামাল উদ্দিন বেলাল। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের পলিচালকের মধ্যে মনির উদ্দিন আহমদ, আহমদ শফি চৌধুরী, মোস-াক শাহরিয়ার আ্হমদ, আজিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপসি’ত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপসি’ত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ড. কবির চৌধুরী, প্রখ্যাত চিকিৎসক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী, ওসি (তদন-) জালাল উদ্দিন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, ফয়ছল আহমদ, ফখরুল ইসলাম, ফয়ছল আহমদ দারা মেম্বার, সেলিম আহমদ মেম্বার সহ সমাজের বিভিন্ন স-রের লোকজন উপসি’ত ছিলেন।
গোলাপগঞ্জের হেতিমগঞ্জে পূবালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন
Friday, June 6, 2014
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment